এই বাড়িগুলোর মধ্যেই রয়েছে একটি বিড়াল, ১৫ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস
এই ছবিকেন্দ্রীক ধাঁধাঁগুলোই 'অপটিক্যাল ইলিউশন' (Optical Illusion) নামে পরিচিত।

সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত বিভিন্ন রকমের ছবি ভাইরাল হয়। এই ভাইরাল ছবিগুলোর মাঝে কিছু ধাঁধামূলক ছবিও থাকে। এই ছবিগুলোর কোনোটি খুব সহজ সরল হয়, আবার কোনোটি খুবই জটিল প্রকৃতির হয়। অনেক ধাঁধার ক্ষেত্রে আবার দাবি করা হয় যে, ধাঁধাগুলো নাকি মনের পরিস্থিতি, মনের হাবভাব বা বুদ্ধিমত্তার প্রকাশ ঘটাতে পারে। এই ছবিকেন্দ্রীক ধাঁধাঁগুলোই ‘অপটিক্যাল ইলিউশন’ (Optical Illusion) নামে পরিচিত।
এক্ষেত্রে, কখনও অঙ্কিত ছবিকে অপটিক্যাল ইলিউশন হিসাবে ব্যবহার করা হয়, আবার কখনও ব্যবহার করা হয় কোনো ফটোগ্রাফকে। ছবিতে সাধারণত বিশেষ কিছু লুকানো থাকে, যা অন্যদের নির্দিষ্ট সময়ের মধ্যে খুঁজতে হয়। পর্যবেক্ষকের পর্যবেক্ষণ ক্ষমতার উপরে ভিত্তি করে অপটিক্যাল ইলিউশনের সমাধান বের করা সম্ভব হয়। কোনো ব্যক্তি মুহূর্তের মধ্যে অপটিক্যাল ইলিউশন সমাধান করতে পারেন, কেউ আবার ২৪ ঘন্টা সময়ে নিয়েও সমাধান খুঁজতে পারেন না।
এমনই একটি অপটিক্যাল ইলিউশন সম্প্রতি ভাইরাল (Viral Photo) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফটোটি শেয়ার করেছেন হর্ষ গোয়েঙ্কা নামক এক টুইটার ব্যবহারকারী। ছবিটিতে একাধিক বাড়ি দেখতে পাওয়া গেছে। সেই বাড়িগুলোর মধ্যেই একটি বিড়াল লুকিয়ে রয়েছে। হর্ষ গোয়েঙ্কা এক্ষেত্রে ১০ মিনিটের মধ্যে বিড়ালটিকে খুঁজতে বলেছেন। অনেকেরই চোখকে সফলভাবে ফাঁকি দিতে পেরেছে চালাক বিড়ালটি। তবে কিছুজন আছেন, যারা সমস্ত জটিলতা সত্ত্বেও সফলভাবে বিড়ালটিকে খুঁজে নিয়েছেন। আপনি কি খুঁজে পেলেন? খুঁজে না পেলে, আরও একবার খুঁটিয়ে দেখতে পারেন।
If you are observant, you will find the cat in 10 seconds… pic.twitter.com/fisVmjJWFl
— Harsh Goenka (@hvgoenka) January 22, 2023
চলুন আপনার সমস্যার সমাধানের জন্য এই প্রতিবেদনে বিড়ালটিকে খুঁজে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হল। এবার বলুন তো, বিড়ালটিকে খুঁজে বের করা কি খুব কঠিন কাজ ছিল?