×

সময় লাগে মাত্র এক সেকেন্ড, ভারতের সবথেকে কম দূরত্বের দুটি রেল স্টেশন রয়েছে কলকাতায়! জেনেনিন কোথায়

ভারতের যাতায়াত ব্যবস্থার প্রাণ কেন্দ্র হল ভারতীয় রেল সংস্থা (Indian Railways)।

ভারতের যাতায়াত ব্যবস্থার প্রাণ কেন্দ্র হল ভারতীয় রেল সংস্থা (Indian Railways)। প্রতিদিন কোটি কোটি মানুষ এই রেল ব্যবস্থার সাহায্যেই দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে পারেন খুব সহজেই। ভারতের অন্যান্য পাবলিক ট্রান্সপোর্ট এর তুলনায় রেলের খরচা অনেক কম থাকার কারণে সাধারণ মানুষ যাতায়াতের জন্য তাঁদের প্রিয় যানবাহন হিসেবে বেছে নিয়েছে রেল কে। কম খরচ থাকার পাশাপাশি আরামে ভ্রমণ করার সুবিধে রয়েছে ভারতীয় রেল ব্যবস্থায়। আমরা সাধারণত সকলেই রেল চড়েছি। ভারতীয় রেল সংস্থায় এমন অনেক তথ্য রয়েছে যা আমাদের অজানা। আজ এই প্রতিবেদনে সেই বিষয়েই জানানো হবে।

ভারত যখন ব্রিটিশ শাসনের অধীনে সেই সময় থেকে শুরু হয় রেললাইনের স্থাপনা। ১৮৫৪ খ্রিস্টাব্দে ভারতের হাওড়া থেকে প্রথম রেল চলাচল শুরু হয়। সেই সময় রেল চলাচল হতে কয়লার দ্বারা। তবে আধুনিক যুগে ইলেকট্রিক দ্বারা চালিত ট্রেনের সূচনা হয় ভারতের স্বাধীনতার পর থেকে। ভারতবর্ষের প্রতিটি স্টেশনের সাথে গভীরভাবে জড়িত রয়েছে কোনো না কোনো ইতিহাস। আজ আমরা ভারতে অবস্থিত সেরকমই দুটি স্টেশনের ব্যাপারে জানাবো আপনাদের এই প্রতিবেদনে। এই তথ্য জানলে অবাক হবেন আপনি।

আমরা যে দুটি স্টেশনের ব্যাপারে কথা বলছি সেই দুটি স্টেশনের মধ্যে যেতে সময় লাগে মাত্র এক সেকেন্ড। সাধারণত দুটি ভিন্ন শহরের মধ্যে স্টেশন থাকে। তবে হল্ট স্টেশনগুলোর দূরত্ব অনেকটাই কম থাকে। তবে সাধারণত দুটি স্টেশনের মধ্যে মিনিমাম ২ থেকে ৩ কিলোমিটার দূরত্ব থাকেই। সেক্ষেত্রে একটি সে্টশন থেকে আরেকটি স্টেশন পৌছাতে অন্তত ৫ থেকে ৭ মিনিট সময় লেগে যায়। তাহলে কথা হল ১ সেকেন্ডের তফাতে ট্রেন পৌঁছাচ্ছে কীভাবে?

প্রথমেই জানিয়ে রাখি যে স্টেশন দুটির কথা বলছি সেই স্টেশন দুটির মধ্যে দূরত্ব মাত্র ২০০ মিটারের। খোদ কলকাতা শহরের বুকে অবস্থিত টালিগঞ্জ এবং লেকগার্ডেন স্টেশনের মধ্যে দূরত্ব অতিসামান্য। এমনকি টালিগঞ্জের ২ নাম্বার প্ল্যাটফর্ম থেকে লেক গার্ডেনের প্ল্যাটফর্মের দূরত্ব মাত্র ১১০ মিটার। এই দূরত্ব লোকাল ট্রেনের ৪ টে বগির সমান। বলে রাখি দেশের মধ্যে অন্যান্য শহরে খুব কম দূরত্বের স্টেশন থাকলেও এত কম দূরত্বের স্টেশন রয়েছে শুধুমাত্র কলকাতাতেই।

Related Articles