×

মাত্র ৯০ হাজার টাকা দিয়ে বাড়িতে আনুন টাটার নতুন SUV গাড়ি, দুর্দান্ত অফার দিচ্ছে এই সংস্থা

টাটা মোটরস বিশেষ কিছু নিরাপত্তার কথা মাথায় রেখে এই গাড়িটি তৈরি করেছে।

বর্তমান সময়ে মানুষের বিলাসবহুল জীবনযাত্রার মধ্যে যে দুটো জিনিস সব থেকে বেশি পড়ে তাহলে সুন্দর বাড়ি ও দামি গাড়ি। দেশে সব থেকে বেশি বিক্রি হওয়া গাড়ির তালিকায় রয়েছে টাটা মোটরসের (Tata Motors) Nexon গাড়িটি। টাটা গ্রুপ কোম্পানির পক্ষ থেকে বেশ ধুমধুম করে গাড়িটি লঞ্চ করা হয়। এই গাড়িটির দাম শুরু হয় ৭.৮ লক্ষ টাকা থেকে। তবে সব থেকে ভালো ভ্যারিয়েন্টের Nexon এর দাম ১৪.৩৫ লক্ষ টাকা। মধ্যবিত্তদের প্রিমিয়াম SUV কেনার স্বপ্ন পূরণ করে এই গাড়িটি।

টাটা মোটরস বিশেষ কিছু নিরাপত্তার কথা মাথায় রেখে এই গাড়িটি তৈরি করেছে। ইউরোপিয়ান NCAP টেস্টে এই গাড়ি ফাইভ স্টার (5 Star) রেটিং পেয়েছে। এর ফলে এই গাড়ি নিয়ে প্রশ্ন তোলার কোন জায়গা নেই। Nexon দুটি ভ্যারিয়েন্টের সাথে বাজারে এসেছে। একটি ১.২L ৩ সিলিন্ডার টার্বো পেট্রোল ইঞ্জিন এবং অন্যটি একটি ১.৫L ৪ সিলিন্ডার ডিজেল ইঞ্জিন৷ পেট্রোল ডিজেলের পাশাপাশি ইলেক্ট্রিক ভ্যারিয়েন্টেও পাওয়া যায় এই গাড়িটি।

এই গাড়িটিতে ৬টি ম্যানুয়াল এবং ৬টি অটোমেটিক ট্রান্সমিশনের বিকল্পও দেওয়া হয়েছে। এই গাড়িটিতে রয়েছে ৭ ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। এছাড়া রয়েছে অ্যান্ড্রয়েড এবং অ্যাপল কারপ্লের, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, বক্স ভয়েস কমান্ড, অটো-কন্ট্রোল, রেইন সেন্সিং ওয়াইপার। এই গাড়িটি কেনার সময় আপনাকে মোটা অংকের টাকা খরচ করতেই হবে। তবে জানিয়ে রাখি যে এই গাড়িটি আপনি ৯০ হাজার টাকা দিয়েও নিয়ে যেতে পারেন বাড়িতে। ভাবছেন কিভাবে সম্ভব? আসুন জেনে নিন।

আপনি যদি মনে করে থাকেন যে Nexon গাড়িটি কিনবেন মাত্র ৯০ হাজার টাকা ডাউন পেমেন্ট করে এই গাড়িটি কিনতে পারবেন। বাকি টাকা আপনাকে ব্যাংক ঋণ হিসেবে দেবে। এই বাকি টাকার উপর ১০ শতাংশ হারে সুদ গুনতে হবে আপনাকে। আপনি যদি গাড়িটির বেস ভ্যারিয়েন্টও নেন সেটির অন রোড দাম যদি ৮.৮৫ লাখ টাকা হয় তাহলে সেক্ষেত্রে প্রতি মাসে আপনাকে মাত্র ১৬০০০ টাকার EMI (৫ বছরের ঋণের ক্ষেত্রে) জমা দিতে হবে।

Related Articles