×

মাসের শুরুতেই অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম, চিন্তার ভাঁজ মধ্যবিত্তদের কপালে

গতকাল রাতে এক ধাক্কায় ৫০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে রান্নার গ্যাসের দাম।

নতুন বছর শুরু হতেই শুরু হয়েছে বাজারের মূল্যবৃদ্ধি। সংসারের প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এরই মধ্যে আবারো মধ্যবিত্তদের মাথায় হাত পড়েছে। মাঝরাতে বাড়ল রান্নার গ্যাসের দাম। গতকাল রাতে এক ধাক্কায় ৫০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে রান্নার গ্যাসের দাম। এছাড়া হোটেল-রেস্তরাঁয় ব্যবহৃত বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (১৯ কেজি) দামও মার্চ থেকে ৩৫২ টাকা বেড়ে ২২২১.৫০ টাকা হয়েছে।

বাড়িতে রান্নার জন্য সাধারণত যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে সেই গ্যাসের (১৪.২ কেজির) দাম বাড়ল আরও ৫০ টাকা। এরফলে আজ থেকে কলকাতায় একটি গ্যাস সিলিন্ডার কিনতে খরচ হবে ১১২৯ টাকা। শুধু গ্যাস সিলিন্ডার নয়, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের দামও। যার ফলে সমাজের নিম্ন শ্রেণি ও মধ্যবিত্তদের হিমশিম খেতে হচ্ছে। ওষুধ পত্রের দামও বাড়ানো হয়েছে।

গত বছর জ্বালানির দামেও বিশাল পরিবর্তন আসে। পেট্রোল-ডিজেলের দাম বেড়ে হয় আকাশ ছোঁয়া। যার ফলে এখন যাতায়াত করতে আগের থেকে অনেক বেশি থাকা খরচ হচ্ছে সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক পরিস্থিতি দিন দিন তলানিতে গিয়ে ঠেকছে। এত কিছুর মধ্যে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি চিন্তায় ফেলেছে সাধারণ মানুষকে।

কোভিডকালে চাকরি হারিয়েছেন বহু মানুষ। বেকারত্বের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে বাজার দ্রব্যের মূল্য বৃদ্ধি সমাজের এক শ্রেণীর মানুষের উপর প্রভাব ফেলবে তা নিশ্চিত। হোটেল-রেস্তোরার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় সেই প্রভাবও যে সাধারণ মানুষের উপর পড়বে তা বলার অপেক্ষা রাখে না। তেলের দাম যদিও বেশ কয়েক মাস ধরে স্থির রয়েছে। কিন্তু তাতে মানুষ নিশ্চিন্ত নয়। কারণ আর কিছুদিন বাদে যে তেলের দামও বৃদ্ধি পাবে না এমনটা নিশ্চিত করে বলা যায় না। ভোটের মরসুম পেরোলেই আবার তেলের দামও বৃদ্ধি পেতে পারে এমনটা দুশ্চিন্তা করছে মানুষ।

Related Articles