×

২০০ টাকারও কমে ডেটা সহ আনলিমিটেড কল, গ্ৰাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে এলো জিও

ভারতের সমস্ত টেলিকম অপারেটর সংস্থার মধ্যে প্রথম স্থান রয়েছে রিলায়েন্স জিও

ভারতের সমস্ত টেলিকম অপারেটর সংস্থার মধ্যে প্রথম স্থান রয়েছে রিলায়েন্স জিও (Reliance Jio)। নতুন বছর শুরু হতেই এই টেলিকম সংস্থা সামনে এনেছেন একের পর এক দুর্দান্ত অফার। সম্প্রতি এই সংস্থাটি জিও ফোন ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী বিভিন্ন দামের প্ল্যান লঞ্চ করেছে। বর্তমানে সংস্থাটির পোর্টফোলিওতে কম্বো, ডেটা অ্যাড-অন, আন্তর্জাতিক রোমিং প্ল্যান বিদ্যমান রয়েছে। তবে সিম রিচার্জ করার ক্ষেত্রে যদি আপনার মাসিক বাজেট কম হয়ে থাকে সেক্ষেত্রে জানিয়ে রাখেন গ্রাহক ন্যূনতম ৭৫ টাকার বিনিময়ে প্রিপেইড প্ল্যান কিনতে পারবে।

এছাড়া ২০০ টাকার কমে আরো ৪টি প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে এই টেলিকম সংস্থাটি। প্রত্যেকটি রিচার্জ প্যাকে আনলিমিটেড ভয়েস কলিং, ফ্রি এসএমএস এবং হাই-স্পিড ইন্টারনেট ডেটা অফার করে। এর পাশাপাশি যাবতীয় জিও অ্যাপের সাবস্ক্রিপশনও সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন আপনি। তাহলে আসুন ২০০ টাকার কম মূল্যে JioPhone ব্যবহারকারীদের উপলব্ধ ৫টি Jio প্রিপেইড প্ল্যান সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

রিলায়েন্স জিও (Reliance Jio) ৭৫ টাকার প্ল্যান:-

রিলায়েন্স জিওর সবথেকে কম দামি প্রিপেইড প্ল্যানের দাম হলো ৭৫ টাকা। এই প্ল্যানের বৈধতা ২৩ দিন। এই প্ল্যানের অধীনে থাকা গ্রাহক মোট ২.৫ জিবি ডেটা (প্রতিদিন ১০০ এমবি + অতিরিক্ত ২০০ এমবি) পাবে। তবে দৈনিক ডেটা লিমিট নিঃশেষ হওয়ার পরে ইন্টারনেট স্পিড কমে ৬৪Kbps হয়ে যাবে। এছাড়া এই প্ল্যানটির আওতায় থাকা গ্রাহক যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং মোট ৫০টি এসএমএস পাঠানোর সুবিধাও পাবে।

রিলায়েন্স জিও (Reliance Jio) ৯১ টাকার প্ল্যান:-

জিওর ৯১ টাকার প্ল্যানের মেয়াদ ২৮ দিন। এই প্ল্যানের আওতায় থাকা গ্রাহক মোট ৩ জিবি (প্রতিদিন ১০০ এমবি + অতিরিক্ত ২০০ এমবি) ডেটা, যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং মোট ৫০টি এসএমএস ব্যবহারের সুবিধা পাবেন। তবে দৈনিক ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ৬৪Kbps হয়ে যাবে।

রিলায়েন্স জিও (Reliance Jio) ১২৫ টাকার প্ল্যান:-

রিলায়েন্স জিওর ১২৫ টাকার রিচার্জ প্ল্যানের মেয়াদ ২৩ দিন। এই প্রিপেইড প্ল্যানের আওতায় থাকা গ্রাহক দৈনিক ০.৫০ জিবি অর্থাৎ বৈধতাসীমা পর্যন্ত মোট ১১.৫ জিবি ডেটা অফার করবে। যদিও অন্যান্য প্ল্যান এর মত প্রতিদিনের নির্ধারিত ডেটা লিমিট নিঃশেষ হয়ে যাওয়ার পর ইন্টারনেট স্পিড কমে ৬৪Kbps হয়ে যাবে। এছাড়া এই প্ল্যানে গ্রাহক যেকোনো নেটওয়ার্কের আনলিমিটেড লোকাল, STD ও রোমিং ভয়েস কল এবং মোট ৩০০টি এসএমএস করার সুবিধা পাবে।

রিলায়েন্স জিও (Reliance Jio) ১৫২ টাকার প্ল্যান:-

১৫২ টাকার এই প্রিপেড প্ল্যানের বৈধতা ২৮ দিনের জন্য। এই প্ল্যানের আওতায় থাকা গ্রাহক প্রত্যেকদিন ০.৫০ জিবি অর্থাৎ মেয়াদকাল পর্যন্ত মোট ১৪ জিবি ডেটা ব্যবহারের সুবিধা পাবে। এর পাশাপাশি যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং মোট ৩০০টি এসএমএস পাঠানোর সুবিধাও রয়েছে। দৈনিক ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড ৬৪Kbps -এ নেমে আসবে।

রিলায়েন্স জিও (Reliance Jio) ১৮৬ টাকার প্ল্যান:-

রিলায়েন্স জিওর ১৮৬ টাকার প্ল্যানটি ২৮ দিনের জন্য বৈধ থাকবে। এই প্ল্যানে গ্রাহক প্রতিদিন ১ জিবি অর্থাৎ মেয়াদকাল পর্যন্ত মোট ২৮ জিবি ডেটার সুবিধা পেয়ে যাবেন। যদিও অন্যান্য প্ল্যানের ন্যায় দৈনিক ডেটা সীমা শেষ হয়ে যাওয়ার পরে ইন্টারনেট স্পিড কমে ৬৪Kbps হয়ে যাবে। এছাড়া এই রিচার্জ প্যাকের সাথে দৈনিক আনলিমিটেড লোকাল, STD ও রোমিং ভয়েস কলিং এবং ১০০টি ফ্রি এসএমএস পাঠানোর সুবিধাও পাওয়া যাবে।

  • বিঃদ্রঃ উল্লেখিত প্রত্যেকটি রিচার্জ প্ল্যানের সাথে অতিরিক্ত বেনিফিট হিসাবে গ্রাহককে যাবতীয় জিও অ্যাপ্লিকেশনের অ্যাক্সেস বিনামূল্যে প্রদান করা হবে। এই অ্যাপগুলি হল – JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud।

Related Articles