×

৯০০ টাকারও কমে সারা বছর ডেটা সহ আনলিমিটেড কল, গ্ৰাহকদের জন্য বাজার কাঁপানো অফার Jio-র

রিচার্জ রেট (Recharge Rate) ভারতবর্ষের প্রায় প্রতি মানুষের কাছেই এক চিন্তার বিষয়

রিচার্জ রেট (Recharge Rate) ভারতবর্ষের প্রায় প্রতি মানুষের কাছেই এক চিন্তার বিষয। বর্তমানে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যেখানে প্রায় সবার হাতেই স্মার্টফোন রয়েছে এবং তার জন্য নির্দিষ্ট সময় অন্তর বেশ কিছু টাকা খরচ করে রিচার্জ করতে হবে। তবে প্রতিটি টেলিকম সংস্থার‌ই ক্রমবর্ধমান রেটের ফলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষকে অসুবিধের মুখোমুখি হতে হয়।

এই সময়ে দাঁড়িয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসের পাশাপাশি ফোন ব্যবহারের জন্যও অধিক টাকা খরচ করতে হলে তা সমস্যা হয়ে দাঁড়ায়। আর তাই বেশিরভাগ মানুষই চেষ্টা করে থাকেন কত কম খরচে রিচার্জ করা যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা সম্ভব হয় না। তবে জিও (Jio) গ্রাহকদের জন্য রয়েছে সুখবর! জিও কোম্পানি তার গ্রাহকদের জন্য এক সাশ্রয়ী রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে।

এই বিষয়টি কারোরই অজানা নয় যে জিও কোম্পানি প্রথম থেকেই ন্যূনতম মূল্যে ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে। মাঝেমধ্যেই এই কোম্পানি গ্রাহকদের সুবিধের কথা‌ ভেবে বিভিন্ন নতুন প্ল্যান নিয়ে আসে। এবারেও তেমনই এক নতুন রিচার্জ প্ল্যান চালু করতে চলেছে জিও। এই রিচার্জ শুধুমাত্র জিও ফোন ব্যবহারকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। নতুন এই রিচার্জ প্ল্যানে গ্রাহকদের খরচ করতে হবে ৮৯৫ টাকা।

এই প্ল্যান মোট ৩৩৬ দিন বৈধ থাকবে অর্থাৎ প্রায় ১১ মাস। ৮৯৫ টাকার বিনিময়ে গ্রাহকরা পাবেন মোট ২৪ জিবি ডেটা। তবে এই ডেটা একেবারে পাওয়া যাবে না, ২৮ দিন অন্তর ২ জিবি করে ডেটা গ্রাহকরা পাবেন। এছাড়াও, আনলিমিটেড কল ও ২৮ দিনে ৫০ টি ফ্রি এস‌এম‌এস করার সুবিধে থাকতে চলেছে। পাশাপাশি, গ্রাহকেরা সমস্ত জিও অ্যাপের সাবস্ক্রিপশন‌ও লাভ করবেন।

Related Articles