×

১০ হাজার টাকা বিনিয়োগ করলে পাবেন ১৬ লাখ টাকা! মধ্যবিত্তদের জন্য অসাধারণ স্কিম নিয়ে এল পোস্ট অফিস

ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ পোস্ট অফিসের তরফে নিয়ে আসা হয়েছে 'রেকারিং ডিপোজিট স্কিম'

ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ পোস্ট অফিসের তরফে নিয়ে আসা হয়েছে ‘রেকারিং ডিপোজিট স্কিম’ (Post Office Recurring Deposit Scheme)। এই স্কিম বা প্রকল্প ভারতীয় ডাক বিভাগের এক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প (Post Office Small Investment Scheme)। এই প্রকল্পে অল্প পরিমাণ অর্থ বিনিয়োগ করা হলেও পরিবর্তে রিটার্ন বা লাভ অনেক বেশি পাওয়া যাবে।

‘রেকারিং ডিপোজিট স্কিম’-এ এক ন্যূনতম মূল্যের অর্থ বিনিয়োগ করা প্রয়োজন, তবে সাধারণ মানুষ ওরফে কোনো গ্রাহক চাইলে নিজের ইচ্ছেমতো যত খুশি বিনিয়োগ করতে পারেন। সেক্ষেত্রে, কোনো ঊর্ধ্বসীমা ডাক বিভাগের তরফ থেকে জারি করা হয়নি। এই স্কিমে অন্তত মাসিক ১০০ টাকা বিনিয়োগ করতেই হবে। এই স্কিমে লাভজনক সুদের হার রয়েছে। এছাড়াও, কর ছাড়ের সুবিধাও লাভ করা যাবে।

পোস্ট অফিসের এই ইনভেস্টমেন্ট স্কিমে বিনিয়োগ এক নির্দিষ্ট সময়ের জন্য করতে হবে, এই স্কিমের সময়সীমা ৫ বছর, তার থেকে কম সময়ের জন্য এই স্কিমে বিনিয়োগ করা যাবে না। প্রতি ৩ মাস অন্তর জমা থাকা টাকার ওপর গ্রাহকেরা সুদ লাভ করবেন। চক্রবৃদ্ধি হারে এই সুদের টাকা জমা হবে। এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে গ্রাহকেরা ৫.৮% হারে সুদ পাবেন।

যদি কোনো গ্রাহক এই প্রকল্পে মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ করে থাকেন এবং যদি ১০ বছরের সময়সীমার জন্য এই অ্যাকাউন্ট চালু থাকে তবে নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পর গ্রাহক ১৬ লাখ টাকার‌ও বেশি অর্থ লাভ করবেন। কম বিনিয়োগ করে এমন বিপুল অঙ্কের অর্থ সঞ্চয় এই প্রকল্পের মাধ্যমে সহজেই করা সম্ভব। ভারতবর্ষের যে কোনো নাগরিক এই প্রকল্পে অ্যাকাউন্ট খুলতে পারবেন, ২-৩ জন একসাথেও যৌথ অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করতে পারবেন। এছাড়াও, অভিভাবকের তত্ত্বাবধানে ১০ বছর পার হয়ে গেলেই ছোটরাও নিজের নামেই এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবে।

Related Articles