×

পরীক্ষা শেষ হতে না হতেই মাধ্যমিকের রেজাল্ট ঘোষনা, ফলপ্রকাশের দিন জানাল মধ্যশিক্ষা পর্ষদ

পরীক্ষা (Exam) শিক্ষার্থীদের জীবনের এক অপরিহার্য অঙ্গ।

পরীক্ষা (Exam) শিক্ষার্থীদের জীবনের এক অপরিহার্য অঙ্গ। তথাকথিত প্রথাগত শিক্ষা শুরু হ‌ওয়ার পর থেকেই বর্তমান শিক্ষা ব্যবস্থা অনুযায়ী যে সব শিক্ষার্থীই অনেক কম বয়স থেকে পরীক্ষা দিতে শুরু করে তা কারোরই অজানা নয়। শিক্ষার্থীদের জীবনে সব পরীক্ষাই প্রয়োজনীয় হল কিছু পরীক্ষা ভীষণ গুরুত্বপূর্ণ।

পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় এমন‌ই অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পরীক্ষা ‘মাধ্যমিক পরীক্ষা’ (Madhyamik Examination/
Secondary Examination)। এই পরীক্ষাকে জীবনের প্রথম ‘বড়ো পরীক্ষা’ হিসেবে গণ্য করা হয়। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি এই বছরের মাধ্যমিক পরীক্ষা রাজ্যজুড়ে শুরু হয়েছিল। পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এই বছর ৬ লাখ ৯৮ হাজার ৯৩২ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন।

প্রতিবারের মতো এবারেও প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া নিয়ে অশান্তির সৃষ্টি হয়েছিল। সেই বিষয়ে মাধ্যমিক পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেছেন, “আমাদের ব্যবস্থায় প্রশ্ন ফাঁসের কোনো জায়গা নেই। যেগুলো হয়েছে সেগুলো অপপ্রচারের চেষ্টা।” মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে ইংরেজি পরীক্ষার প্রশ্ন নেটদুনিয়ায় ফাঁস হয়েছিল। সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে কি না প্রশ্ন করা হলে সভাপতি উত্তর দিয়েছেন, “আমরা কোনো তদন্তকারী সংস্থা ন‌ই।”

এইসব বিতর্কের পাশাপাশি এবারে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে মুখ খুলেছেন সভাপতি রামানুজ গাঙ্গুলী। এর আগেই জানানো হয়েছিল যে ২০২৩ সালের মে মাসের শেষের দিকে বা শেষ সপ্তাহের মধ্যেই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এবারে তিনি জানিয়েছেন নির্দিষ্ট সময়ে ফল প্রকাশ করার জন্য শিক্ষা পর্ষদের তরফে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Related Articles