×

মাত্র একবার বিনিয়োগ করলে প্রতিমাসে পাবেন ১১,০০০ টাকা পেনশন, মধ্যবিত্তদের জন্য দুর্দান্ত স্কিম এলআইসির

লাইফ ইন্স্যুরেন্স পলিসি অফ ইন্ডিয়া (Life Insurance Policy of India)-এর তরফে আনা হল এক দুর্দান্ত স্কিম।

লাইফ ইন্স্যুরেন্স পলিসি অফ ইন্ডিয়া (Life Insurance Policy of India)-এর তরফে আনা হল এক দুর্দান্ত স্কিম। স্কিমটি আনা হয়েছে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য। এক স্কিমের অধীনে বিনিয়োগকারী ব্যক্তি প্রত্যেক মাসে পেনশন পাবেন। এই প্রতিবেদনে ‘নিউ জীবন শান্তি পলিসি’ (New Jeevan Santi Policy) সম্পর্কে আলোচনা করা হল।

এই পলিসির অধীনে মোট দুটি পলিসির বিকল্প দেওয়া হয়। একটিতে বিনিয়োগকারীর সংখ্যা মাত্র একটিই হয়, নাম ‘একক জীবন ডিফার্ড ইকুইটি’ (Deffered Equity for Single Life) এবং অপরটিতে একটি অ্যাকাউন্টে দুইজন বিনিয়োগ করতে পারেন, নাম ‘যৌথ জীবন ডিফার্ড ইকুইটি’ (Deferred Equity for Joint Life)।

■ বিনিয়োগ করার নিয়ম:
১. বিনিয়োগকারীর বয়স ৩০-৭৯ বছরের মধ্যে হতে হবে।
২. এই স্কিমের অধীনে কমপক্ষে দেড় লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে।
৩. পলিসি চলাকালীন সিঙ্গেল লাইফের স্কিমের অধীনে বিনিয়োগকারী ব্যক্তি মারা গেলে, সঞ্চিত অর্থ নমিনি পাবেন।
৪. পলিসি চলাকালীন যৌথ জীবন স্কিমের অধীনে কোনো এক বিনিয়োগকারী ব্যক্তি মারা গেলে, পেনশনের টাকা অপর অ্যাকাউন্ট হোল্ডার পাবেন। কোনো প্রকারে যদি দুজনেই মারা যান, তাহলে সেই টাকা নমিনি পাবেন।

বিনিয়োগের পর কত টাকা পাবেন?
১. এক্ষেত্রে কমপক্ষে ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে মাসিক ১ হাজার টাকা পাওয়া যাবে।
২. কোনো বিনিয়োগকারী ব্যক্তি ১০ লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রত্যেক মাসে ১১ হাজার ১৯২ টাকা পেনশনরূপে পাবেন। এই স্কিমে বিনিয়োগের সর্বোচ্চ সীমা ১০ লক্ষ টাকা।

কখন বিনিয়োগ করা যায় এবং পেনশন কখন পাওয়া যাবে?
১. বিনিয়োগকারীরা এই স্কিমে ১ মাস, ৩ মাস, ৬ মাস বা এক বছর অন্তর বিনিয়োগ করতে পারেন।
২. বিনিয়োগকারী পেনশন ১-২০ বছর পর্যন্ত যেকোনো সময়ে শুরু করতে পারেন।
৩. কোনো বিনিয়োগকারী ব্যক্তি যদি পলিসিটি পছন্দ না করেন, তাহলে নিজের ইচ্ছে মতো যে কোনো সময়ে বন্ধ করে দিতে পারেন।

Related Articles