×

আগামী ২৪ ঘন্টায় প্রবল বেগে ধেয়ে আসছে কালবৈশাখী! এই সব জেলাগুলিকে সতর্ক করল হাওয়া অফিস

বৃহস্পতিবার থেকে বৃষ্টির জন্য শহরের তাপমাত্রা এক ধাক্কায় অনেক পরিবর্তন হয়েছে। কলকাতায় রাতের তাপমাত্রা ৫ ডিগ্রি নেমে গিয়েছে।

চৈত্র মাস পড়তে না পড়তেই গরমের দাপটে কাবু গোটা শহর। তবে তার মধ্যেই কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেছে শহরবাসী। বছরের প্রথম কালবৈশাখীর স্বাদ পেল কলকাতার মানুষ। সেই রেশ এখনো কাটেনি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর আরো বেশ কিছুদিন থাকবে প্রথম বর্ষণের এই আমেজ। এর মধ্যেই আবারো রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও তীব্র বজ্র বিদ্যুৎ সহ শিলা বৃষ্টিও হতে পারে এমনটা জানানো হয়েছে আবহাওয়া দপ্তর অফিসের তরফ থেকে।

মরসুম শুরু না হতে বৃহস্পতিবার প্রথম জোড়া কালবৈশাখী হলো কলকাতায়। শুক্রবারেও সেই সম্ভাবনা ছিল। তবে শুক্রবার সেভাবে বৃষ্টি না হলেও শহরের আবহাওয়ার কারণে স্বস্তিতে ছিল শহরবাসী। জানা গিয়েছে উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত এই আবহাওয়া থাকবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী ২৪ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া হইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া দার্জিলিং , কালিম্পং , আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।

উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি চলবে আগামী সোমবার পর্যন্ত। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ , পূর্ব ও পশ্চিম বর্ধমান – এই জেলাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বেলার দিকে ঝড়ের বেগ কিছুটা কমলেও বৃষ্টির পরিমাণ বাড়বে। শনি ও রবি দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা। রবি ও সোমবারে দমকা হাওয়ার গতিবেগ থাকবে ৩০-৪০ কিলোমিটার। কলকাতা সহ-সংলগ্ন জেলায় এবং উপকূলের জেলাগুলিতে অধিক বৃষ্টির সম্ভাবনা।

বৃহস্পতিবার থেকে বৃষ্টির জন্য শহরের তাপমাত্রা এক ধাক্কায় অনেক পরিবর্তন হয়েছে। কলকাতায় রাতের তাপমাত্রা ৫ ডিগ্রি নেমে গিয়েছে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নীচে। গতকাল এই তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। এই ঘুন্ননাবাদ বাংলাদেশ থেকে অন্ধপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখায় রয়েছে যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপর দিয়ে গেছে। পূর্ব ভারত এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্য গুলিতে আগামী সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। বিহার ও ঝাড়খন্ডে আগামী ২৪ ঘণ্টায় এবং উড়িষ্যাতে শনিবার বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা।

Related Articles