×

মাত্র ৩০০০ টাকা বিনিয়োগ করে পেয়ে যাবেন ১০ লাখ টাকা! মধ্যবিত্তদের জন্য দুর্দান্ত স্কিম পোস্ট অফিসের

আগেকার তুলনায় এখনকার মানুষ ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তাশীল।

আগেকার তুলনায় এখনকার মানুষ ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তাশীল। সেই কারণে তাঁরা তাঁদের উপার্জনের থেকে কিছু পরিমাণ অর্থ ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখে। সাধারণত মানুষ বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোতেই টাকা সঞ্চয় করে। কিন্তু ভারতীয়দের কাছে বিনিয়োগের অন্যতম পছন্দের জায়গা হল পোস্ট অফিস (Indian Post)। বিশেষ করে গ্রামাঞ্চলের দিকে যেখানে ব্যাংকের সংখ্যা খুবই সীমিত, তাঁরা নিজেদের অর্জিত অর্থ সঞ্চয়ের জন্য বেছে নিয়েছে পোস্ট অফিসকে। পোস্ট অফিসের লেনদেনের সুবিধা খুবই সহজ। এছাড়া পোস্ট অফিসে প্রচুর স্কিম রয়েছে যার মাধ্যমে গ্রাহক স্বল্প টাকা বিনিয়োগ করেন বিপুল পরিমাণ অর্থ রিটার্ন পেতে পারেন।

পোস্ট অফিসের সেরকমই একটি নতুন স্কিমের কথা আজ আপনাদের জানানো হবে এই প্রতিবেদনে। এই স্কিমের আওতায় থাকা গ্রাহক সামান্য কিছু টাকা বিনিয়োগ করে হয়ে যেতে পারবে লাখপতি। যে স্কিমের কথা আমরা বলছি সেই স্কিন আপনি যদি নিয়ে থাকেন তবে আপনি খুব সহজে ১০ লক্ষ টাকা পর্যন্ত একটি তহবিল তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে সময় লাগবে মাত্র ১৫ বছর। প্রতিদিন ১০০ টাকা অর্থাৎ মাসে ৩০০০ টাকা বিনিয়োগ করে আপনি নিজের তহবিলটি গড়ে তুলতে পারবেন। আপনার জমানো মোট টাকার উপর পোস্ট অফিস ৭.১% হারে সুদ প্রদান করবে।

জেনে নিন কিভাবে আপনি এই স্কিমের আওতায় ১৫ বছরের ১০ লক্ষ টাকা তহবিল গড়ে তুলতে পারবেন:-
আপনি যদি পোস্ট অফিসে মাসিক PPF স্কিমে প্রতি দিন ১০০ টাকা অর্থাৎ মাসে ৩০০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে সুদে-আসলে ১৫ বছরে আপনার মোট তহবিল দাঁড়াচ্ছে ৯,৭৬,৩৭০ টাকা।

প্রতি মাসে আপনি যদি ৩০০০ টাকা জমা করেন তাহলে বছরে আপনার তহবিলে জমা হয় ৩৬ হাজার টাকা। এভাবে ১৫ বছর জমে
মোট ৫,৪০,০০০ টাকা হয়। ১৫ বছরের আপনার মোট সঞ্চিত অর্থের ওপর ৭.১% সুদ গিয়ে দাঁড়ায় ৪,৩৬,৩৭০ টাকা। অর্থাৎ আপনি ৪,৩৬,৩৭০ টাকা সুদ পাবেন। অর্থাৎ ১৫ বছর পর আপনার কাছে মোট ৯,৭৬,৩৭০ টাকা তহবিল থাকবে।

এই স্কিমে কর ছাড়ের সুবিধা:- PPF আয়কর আইনের ধারা ৮০সি (80C) এর অধীনে এই স্কিমে গ্রাহক কর ছাড়ের সুবিধা পাবে। অর্থাৎ এই স্কিমের আওতায় থাকা গ্রাহক সর্বাধিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে ছাড় পাবেন।

Related Articles