×

Lifestyle : বাড়িতে ক্যাকটাস গাছ থাকলে কীসের ইঙ্গিত দেয়!

ইচ্ছে অনুযায়ী যে কোনো গাছ বাড়িতে লাগানো ঠিক নয়। কারণ, বাস্তুশাস্ত্রে লেখা রয়েছে কিছু গাছ যেমন বাড়ির অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটাতে পারে।

Lifestyle :  বাড়িতে অনেকেই গাছ লাগাতে ও গাছের পরিচর্যা করতে পছন্দ করেন। নিজের পছন্দ অনুযায়ী কেউ বাড়িতে ফুলগাছ লাগান, কেউ আবার পাতাযুক্ত গাছ লাগান। আপনি কি জানেন? ইচ্ছে অনুযায়ী যে কোনো গাছ বাড়িতে লাগানো ঠিক নয়। কারণ, বাস্তুশাস্ত্রে লেখা রয়েছে কিছু গাছ যেমন বাড়ির অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটাতে পারে, তেমনই কিছু গাছ আবার বাড়ির অর্থনৈতিক সংকট বা বিপদের কারণও হতে পারে।

Lifestyle :

Lifestyle

বাড়িকে বিপদমুক্ত রাখতে ও গৃহশান্তি বজায় রাখতে বাড়িতে কোন গাছ লাগানো উচিত ও কোন গাছ লাগানো উচিত নয়, সেটি বিস্তারে জেনে নেওয়া যাক।

১. ক্যাকটাস গাছ:

Lifestyle

বাড়ির অন্দরমহলের সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেকেই বাড়িতে ক্যাকটাস লাগিয়ে থাকেন। বাস্তুমতে এই পদক্ষেপ ঠিক নয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এই গাছের উপস্থিতিতে বাড়িতে বিবাদের সৃষ্টি হতে পারে। ফলস্বরূপ, গৃহশান্তি প্রভাবিত হতে পারে।

২. সাদা কষ প্রকৃতির গাছ:

Lifestyle
বিশেষ কিছু গাছ রয়েছে যেগুলো থেকে সাদা কষ নিঃসৃত হয়। এই প্রকৃতির গাছের পাতা ছিঁড়লে সাদা দুধ রঙের কষ নিঃসৃত হতে দেখা যায়। বাস্তুবিদদের মতে, এই গাছ বাড়ির জন্য অশুভ।

৩. আম গাছ, তেঁতুল গাছ ও জাম গাছ:

Lifestyle
অনেকজনের বাড়িতেই আম গাছ, জাম গাছ বা তেঁতুল গাছ দেখা যায়। গ্রামাঞ্চলে বহু বাড়িতে এই প্রকৃতির বৃক্ষ জাতীয় গাছ থাকতে দেখা যায়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এই সমস্ত গাছের উপস্থিতিতে বাড়ির সদস্যদের ব্যক্তিগত জীবন তথা শিক্ষাজীবন বা কর্মজীবন প্রভাবিত হতে পারে। অনেক ক্ষেত্রে পরিবারের সদস্যদের দুরারোগ্য ব্যাধিতেও আক্রান্ত দেখা যায় যায়।

এখানে পড়ুন :  কেটে যাবে অর্থনৈতিক সংকট, বাড়ির এইদিকে লাগান অ্যালোভেরা গাছ

উল্লেখ্য, বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছু গাছ আবার আছে, যেগুলো বাড়িতে থাকলে বাড়ির সংকট দূর হয় ও বাড়িতে শান্তি বজায় থাকে। তবে এই গাছ রোপণ করার ব্যাপারে বিশেষ নিয়মাবলী রয়েছে। বাড়ির যে কোনো দিকে এই গাছ লাগানো যায় না। এই গাছটিকে বাড়ির উত্তর-পূর্ব দিকে, উত্তর দিকে কিংবা পূর্ব দিকে লাগাতে হয়। এই গাছ বাড়িতে যেমন সুগন্ধী ছড়ায়। তেমনই গৃহশান্তি বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উল্লেখ্য, চাঁপা, জুঁই বা বেলফুলের মতো সুগন্ধীময় গাছও বাড়ির জন্য শুভ বলে দাবি করা হয়।

[Disclaimer: এই প্রতিবেদনটি বাস্তুবিদদের পরামর্শের ভিত্তিতে রচনা করা হয়েছে। ব্যক্তিবিশেষে এর প্রভাব ভিন্ন হতে পারে।]

Related Articles