×

বাড়িতে লাগান এই উপকারী গাছ, দূর হবে অর্থনৈতিক সংকট

বাড়ি সাজাতে অনেকেই বাড়িতে বাগান তৈরি করে থাকেন। এমনকি বাড়ির ভিতরে বিভিন্ন গাছ লাগিয়ে থাকেন ঘর সুন্দর করতে।

বাড়ি সাজাতে অনেকেই বাড়িতে বাগান তৈরি করে থাকেন। এমনকি বাড়ির ভিতরে বিভিন্ন গাছ লাগিয়ে থাকেন ঘর সুন্দর করতে। বর্তমানে ঘর সাজাতে ঘরে যে ধরনের গাছগুলো রাখা হয় তার মধ্যে অন্যতম হলো মানিপ্ল্যান্ট। মানিপ্ল্যান্ট একটি জনপ্রিয় ইন্ডোর প্ল্যান্ট। বাস্তবতা মনে করেন এই মানিপ্ল্যান্টের একটি বিশেষ গুণ রয়েছে। বাড়ির অর্থনৈতিক সংকট দূর করতে এই গাছ বিশেষ ভূমিকা পালন করে থাকে।

বাস্তুবিদদের মতে, ক্রাসুলা ওভাটা নামক এক ধরনের মানিপ্ল্যান্ট রয়েছে যা বাস্তুর জন্য অত্যন্ত শুভ। এই গাছের আয়ু প্রায় ১০০ দিন। সঠিক সযত্নে এই গাছ বাঁচিয়ে রাখলে বাস্তুর নানা সমস্যার সমাধান হয়ে থাকে। এছাড়া এই গাছ ঘরের সৌন্দর্যকে এক অন্য মাত্রা এনে দেয়। ঘরের ভেতর যে কোনো টেবিলে বা ঘরের কোনে এই গাছ রাখলে সেই বাড়ির অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে।

যে কোনো নার্সারিতে খুব সহজেই পাওয়া যেতে পারে ক্রাসুলা ওভাটা নামক এই গাছটি। চিনা ফাংশুই মতে, এই গাছ টাকাকে আকর্ষণ করতে বিশেষভাবে সক্ষম। তবে মনে রাখবেন, মনে বিশ্বাস নিয়ে এই গাছ লাগাতে হবে। অবিশ্বাস নিয়ে এই গাছ বাড়িতে লাগালে কোনো ফল পাবেন না।

ক্রাসুলা ওভাটা নামক এই গাছটি শুধু অর্থনৈতিক সমৃদ্ধি ঘটাতেই নয়, বাস্তুকে নানা রকম দোষমুক্ত করতেও এই গাছটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই গাছের একটি পাতার সাহায্যে জন্ম নিতে পারে আরেকটি নতুন গাছ। বাড়ির পরিবেশকে শান্ত, নির্মল রাখতেও এই গাছ বিশেষভাবে সক্ষম। যে বাড়িতে এই গাছ লাগানো হয় সেই বাড়ির সবকিছু স্বাভাবিক থাকে।

Related Articles