Lifestyle : অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পেতে মেনে চলুন শুকনো লঙ্কার এই সহজ-সরল টোটকা
অনেকেই জানেনা যে শুকনো লঙ্কর শুধু রান্নার স্বাদ বৃদ্ধিতেই নয়, বাস্তুতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান শুকনো লঙ্কা।

Lifestyle : গত দু’বছর করোনা আবহের কারণে দেশের অর্থনৈতিক পরিস্থিতি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল বর্তমানে সেই পরিস্থিতি অনেকটাই সামাল দেওয়া গিয়েছে। বিভিন্ন ছোট-বড় কোম্পানি গুলো আবার মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে। মানুষ ধীরে ধীরে আবার আর্থিক দিক গোছাতে শুরু করেছে। তবে অর্থের পাশাপাশি প্রতিটি মানুষের জীবনের সুখও সমান গুরুত্বপূর্ণ। আমাদের দেশ ভারতবর্ষের অধিকাংশ মানুষ মধ্যবিত্ত শ্রেণীর। কথায় বলে অর্থ না থাকলে সংসারে সুখ থাকে না। কিন্তু আজ আমরা এই প্রতিবেদনের মাধ্যমে জানবো কিভাবে অল্প টাকা দিয়েও আপনি সুখে থাকতে পারেন।
Lifestyle :
অল্প রোজগারের সুখে থাকার জন্য একটি ঘরোয়া টোটকা রয়েছে, যা আপনার জীবনে কখনো সুখ-সমৃদ্ধির অভাব আসতে দেবে না। প্রতিটি বাড়ির রান্নাঘরে রান্নার উপকরণ শুকনো লঙ্কা থাকে। অনেকেই জানেনা যে শুকনো লঙ্কর শুধু রান্নার স্বাদ বৃদ্ধিতেই নয়, বাস্তুতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান শুকনো লঙ্কা। শুকনা লঙ্কা যেমন রান্নার স্বাদ বৃদ্ধি করতে সাহায্য করে সেরকম শুকনো লঙ্কা মানুষের অর্থনৈতিক ভাগ্যকে বদলে ঘরে সুখ এনে দিতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। আসুন দেখে নিন বাস্তুতে সুখ-সমৃদ্ধি বজায় রাখতে শুকনো লঙ্কার বিশেষ কয়েকটি ব্যবহার।
Lifestyle :
১:- প্রতিটি বাঙালি বাড়িতে বৃহস্পতিবার দেবী লক্ষীকে বিশেষভাবে আরাধনা করা হয় ঘট পেতে, পাঁচালী পড়ে। বাস্তুমতে বৃহস্পতিবার পাঁচালী পড়ার সময় একটি সাদা কাপড়ে সাতটি শুকনো লঙ্কা মুড়ে আপনি যদি মা লক্ষ্মীর সামনে রাখেন তাহলে আপনার সংসারে সৌভাগ্য ফিরতে বাধ্য। এছাড়াও একুশটা শুকনো লঙ্কা সূর্যের দিকে তাকিয়ে অর্পণ করে মনে মনে প্রণাম মন্ত্র জপ করলেও সেই ব্যক্তি জীবনে কখনো সুখ সমৃদ্ধির অভাব ঘটবে না।
আরও পড়ুন : এই ৮টি ইঙ্গিতে বুঝবেন লক্ষ্মী আসছে ঘরে, কেটে যাবে অর্থনৈতিক সমস্যা
২:- যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে বেশ ৭টি শুকনো লঙ্কা এবং কালো তিল একটি কাঁচের পাত্রে রেখে দিন। এতে আপনার বাড়িতে কোনো অসুস্থ মানুষ থাকলে সে শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।
৩:- আপনার যদি ব্যবসা বা চাকরির ক্ষেত্রে কোনো উন্নতি না হয় সেক্ষেত্রে আপনি পাঁচটা শুকনা লঙ্কা বাড়ির দরজায় ঝুলিয়ে রেখে দিন। এই শুকনো লঙ্কার প্রভাবে আপনার জীবনে থেকে সমস্ত কুনজর কেটে যাবে।
৪:- রোজ রাতে আপনি যে বালিশে মাথা রেখে শোন সেই বালিশের তলায় বা আলমারিতে টাকা রাখার জায়গায় যদি ৭টি করে শুকনো লঙ্কা রেখে দেন, তাহলেও আপনার অর্থনৈতিক সমস্যা দূর হবে।