×

বাড়িতে এই মূর্তিগুলি রাখলে বদলে যাবে ভাগ্য, দূর হবে অর্থনৈতিক সংকট

অর্থের অভাব, সংসারে অশান্তি, অন্য কোনো কারণ, সবকিছুর একটাই কারণ হতে পারে তা হল বাস্তুদোষ।

সারাদিন হাড়ভাঙা খাটুনির পরেও টাকা জমাতে পারছেন না। মানিব্যাগের অবস্থা ফুটো জগন্নাথ? আর্থিক সমস্যায় ভুগছেন। মাস মাহিনা হাতে পাওয়ার পর দিন কয়েক পরেই সব টাকা ফুরিয়ে যাচ্ছে। হাতে একদমই টাকা রাখতে পারছেন না? উল্টে মাস শেষে অন্যের থেকে টাকা ধার নিতে হচ্ছে। বিশেষত আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে তাইতো? অথচ যতই টাকা বাঁচাতে চাইছেন, কোনও না কোনও ভাবে টাকা ঠিক ফুরিয়েই যাচ্ছে। আর অর্থের অভাব মানেই বাড়িতে ঝামেলা, পরিবারে অশান্তি, কারণ-অকারণে ঝগড়া লেগেই থাকে। তবে অর্থের অভাব না হলেও বাড়িতে নানারকমের সমস্যা থাকতেই পারে। যাই হোক, অর্থের অভাব, সংসারে অশান্তি, অন্য কোনো কারণ, সবকিছুর একটাই কারণ হতে পারে তা হল বাস্তুদোষ। আর এই বাস্তুদোষ কাটাতে আপনার বাড়িতে এই মূর্তিগুলি রাখুন। হাতেনাতে মিলবে সমস্যার সমাধান।

১. ঘোড়ার মূর্তি: বাড়িতে দৌড়োনো চেহারার ঘোড়ার মূর্তি রাখলে সুখ-সমৃদ্ধি অনায়াসেই বৃদ্ধি পাবে, সঙ্গে কাটতে পারে অর্থকষ্টও।

২. গরু এবং বাছুরের মূর্তি: মা গাভির সঙ্গে বাছুরের মূর্তি বাড়িতে রাখাও খুব শুভ। এতে বাড়ির সব জটিল অশান্তি খুব সহজেই দূর হতে পারে।



৩. হাতির মূর্তি:
হাতি সম্পদ এবং ঐশ্বর্যের প্রতীক। তাই বাড়িতে হাতির মূর্তি রাখলে অর্থকষ্টের সমস্যা কেটে যেতে পারে।

৪. গণপতির মূর্তি: গণপতি মানুষের সব দুঃখ-দুর্দশা দূর করতে পারেন, ধন-সম্পত্তির দেবতা হিসেবেও গণেশ পূজিত হন, তাই বাড়িতে গণেশের মূর্তি রাখা খুবই শুভ।

৫. কচ্ছপের মূর্তি: কচ্ছপের মূর্তিও মা লক্ষ্মীর জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি বাড়ির উত্তর দিকে রাখলে দুঃখকষ্ট কেটে যাবে।

৬. তোতাপাখির মূর্তি: বাড়ির শিশুরা পড়াশোনা করতে চাইলে একপ্রকার ঝামেলা লেগেই থাকে বলা চলে। এক্ষেত্রে তোতাপাখির মূর্তি রাখা খুবই শুভ।

৭. মাছের মূর্তি: বাড়িতে মাছের মূর্তি রাখাও খুব শুভ। যাঁদের বাড়িতে অ্যাকোয়ারিয়াম আছে, তাঁদের আগে থেকেই জানেন এই যন্ত্রটি কতটা শুভ।

Related Articles