×

বাড়ির এইদিকে অ্যালোভেরা গাছ লাগালেই কেল্লাফতে, দূর হবে অর্থনৈতিক সংকট

অ্যালোভেরা গাছ লাগানোর একাধিক লাভ রয়েছে। এই গাছটি বিজ্ঞানসম্মতভাবে ও শাস্ত্রসম্মতে উভয় পথেই বাড়ির জন্য ভালো।

অনেকে গাছ লাগাতে বেশ পছন্দ করেন। কেউ বাড়ির বাইরে খোলা আকাশের নীচে গাছ লাগান, আবার কেউ বাড়ির অন্দরে চার দেওয়ালের মধ্যে। অনেকের ক্ষেত্রে বাগানে গাছ লাগানোর বিকল্প খোলা থাকে। কিন্তু বর্তমানে জায়গার দাম প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকায় অনেকেরই আর অতিরিক্ত জায়গা কেনার সামর্থ্য থাকছে না। ফলস্বরূপ, গাছপ্রেমীরা বাধ্য হয়ে বাড়ির ভেতরে গাছ লাগাচ্ছেন।

বাড়ির ভেতরে বিভিন্ন রকমের গাছ লাগাতে দেখা যায় গাছপ্রেমীদের। কেউ ফুলগাছ লাগাতে পছন্দ করে, তো কেউ পাতাময় গাছ। ফুলগাছ লাগাতে চাইলে তো অনেক বিকল্পই আছে। সুগন্ধি, রং ও রূপের ভিত্তিতে নানা রকমের ফুলগাছ পাওয়া যায়। যারা পাতাময় গাছ লাগাতে পছন্দ করেন, তাঁরা আবার মানিপ্ল্যান্ট ও অ্যালোভেরা প্রকৃতির গাছ লাগিয়ে থাকেন।

অ্যালোভেরা গাছ লাগানোর একাধিক লাভ রয়েছে। এই গাছটি বিজ্ঞানসম্মতভাবে ও শাস্ত্রসম্মতে উভয় পথেই বাড়ির জন্য ভালো। এই গাছের ঔষধি গুণ রয়েছে। এই গাছ একাধিক শারীরিক সমস্যা দূর করতে সক্ষম। একইসঙ্গে এই গাছ রূপচর্চাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে আপনি জানেন কি? এই গাছ বাস্তুশাস্ত্র মতেও বাড়ির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সঠিক পদ্ধতি অবলম্বন করে এই গাছ বাড়িতে লাগালে বাড়ির আর্থিক ও অন্যান্য সমস্যা দূর হয়ে যায়।

বাড়িতে গাছ রাখার নির্দেশিকা:
১. পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গায় অ্যালোভেরা গাছ লাগাতে হবে।
২. গাছ নোংরা জায়গায় লাগালে ফল বিপরীত হয়ে যেতে পারে।
৩. অ্যালোভেরা গাছের মুখ উত্তর-পূর্ব দিকে হওয়া উচিত।
৪. এই গাছটিকে প্রবেশদ্বারে লাগানো যেতে পারে। এমনটা করলে বাড়িতে পজিটিভ এনার্জি বজায় থাকবে।

Related Articles