এই ৮টি ইঙ্গিতে বুঝবেন লক্ষ্মী আসছে ঘরে, কেটে যাবে অর্থনৈতিক সমস্যা
হিন্দু ধর্মে দেবী লক্ষীকে ধন-ঐশ্বর্যের দেবী হিসেবে পূজা করা হয়।

দেশে দিন দিন যেভাবে বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে তাতে আর্থিক সংকটে ভুগছে সমাজের একশ্রেণীর মানুষ। দেবী লক্ষী আশীর্বাদে ধনধান্যে পরিপূর্ণ হওয়ার স্বপ্ন দেখেনা এমন মানুষ কমই রয়েছে। হিন্দু ধর্মে দেবী লক্ষীকে ধন-ঐশ্বর্যের দেবী হিসেবে পূজা করা হয়। তবে দেবী লক্ষীর পাশাপাশি যদি ভগবান বিষ্ণুর কে পুজো করা যায় তবে ফল আরো ভালো হয়। আমরা অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বী মানুষরা সকলেই জানি যে দেবী লক্ষী চঞ্চলা। তাই সঠিক নিয়ম কানুন মেনে দেবী লক্ষ্মী পুজো করা উচিত।
দেবী লক্ষ্মীকে সঠিকভাবে সন্তুষ্ট করা না হলে তিনি গৃহ ত্যাগ করেন। তাই জ্যোতিষ শাস্ত্রে দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করার বেশ কিছু উপায় বলে দেওয়া রয়েছে। শুধু তাই নয়, গৃহে লক্ষ্মী প্রবেশ করার আগে দেবী লক্ষী কিছু ইঙ্গিত দিয়ে থাকেন। সেই বিষয়েও আলোচনা করা আছে জ্যোতিষ শাস্ত্র। আজ এই প্রতিবেদনে আপনাদের সেই বিষয়গুলি জানাবো আমরা। এই প্রতিবেদনের উল্লেখিত ইঙ্গিত গুলি যদি যদি আপনি পেয়ে থাকেন তবে বুঝবেন আপনার গৃহে লক্ষ্মী প্রবেশ করতে চলেছে। আসুন জেনে নিন ইঙ্গিত গুলি কি কি।
১: বাড়িতে কালো পিঁপড়ে দেখা:- বাড়ির প্রবেশদ্বার থেকে যদি কালো পিঁপড়ে বের হতে দেখেন তবে বুঝবেন এটি অত্যন্ত শুভ। কারণ এটি দেবী লক্ষ্মীর আগমনের বার্তা বহন করে।
২: হাত চুলকালে:- জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, হাত চুলকালে লক্ষ্মী লাভের ইঙ্গিত পাওয়া যায়। তবে অনেক ক্ষেত্রে এটি আবার আর্থিক লোকসানেরও ইঙ্গিত দিয়ে থাকে। জ্যোতিষ শাস্ত্র মতে, যদি কোনো স্ত্রীর ডান হাত ও পুরুষের বাঁ হাত চুলকায় তাহলে তাঁদের লক্ষী লাভ হবে। তবে যদি কোনো স্ত্রীর বাঁ হাত ও পুরুষের ডান হাত চুলকায় সেক্ষেত্রে আর্থিক লোকসানের সম্ভাবনা থাকে।
৩: জলের কলসি দেখলে:- যদি আপনি বিশেষ কোনো কাজে বাইরের বেরোনোর সময় কোনো ব্যক্তির হাতে জল ভর্তি কলসি দেখেন তবে বুঝতে হবে আপনার ভালো দিন শুরু হতে চলেছে। এই ঘটনা সমস্ত কাজে সাফল্যের ইঙ্গিত দিয়ে থাকে।
৪: আকন্দ গাছ: বাড়ির প্রবেশদ্বারে যদি নিজে থেকে আকন্দ গাছ গজিয়ে ওঠে তবে বুঝবেন আপনার সুখের দিন শুরু হচ্ছে খুব শীঘ্রই। এই গাছ ধন ঐশ্বর্যপূর্ণ ভবিষ্যতের ইঙ্গিত দিয়ে থাকে।
৫: সাদা রঙের গোরু দেখা:- যদি আপনি কখনো বাড়ির বাইরে সাদা রঙের গরু দেখেন তবে বুঝবেন খুব শীঘ্রই আপনার লক্ষী লাভ হবে। সাদা গরু দেখতে পাওয়ার পর সেই মুহূর্তে গরুকে ছোলা গুড় বা রুটি খাইয়ে তার সেবা করুন।
৬: সোনার স্বপ্ন দেখা:- সোনার অলংকারের স্বপ্ন দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনি যদি কখনো এই স্বপ্ন দেখে থাকেন তবে বুঝবেন আপনার জীবন ধন ঐশ্বর্যে পূর্ণ হতে চলেছে খুব শীঘ্রই।
৭: রাস্তা টাকা পড়ে থাকতে দেখলে:- রাস্তায় চলতে চলতে যদি আপনি কখনো দেখেন যে রাস্তায় টাকা পড়ে রয়েছে তবে নিশ্চিত হয়ে যান যে আপনার উপর দেবী লক্ষ্মী আশীর্বাদ বর্ষণ করছে। কখনো যদি আপনার সাথে এই ঘটনা ঘটে থাকে তাহলে বুঝবেন খুব শীঘ্রই আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে।
৮: সকালবেলা কাউকে ঘর ঝাট দিতে দেখা:- বাড়িতে বা বাড়ির বাইরে কাউকে যদি আপনি সকালবেলা ঘর ছাড় দিতে দেখেন তাহলে বুঝতে হবে আপনার উপর দেবী লক্ষ্মী আশীর্বাদ করছেন। এই দৃশ্য দেখা অর্থ ভাব থেকে মুক্তির দিক ইঙ্গিত করে থাকে।