বাড়ির এইদিকে অ্যালোভেরা গাছ লাগলেই কেল্লাফতে, দূর হবে অর্থনৈতিক সংকট
অ্যালোভেরা গাছ সব সময় বাড়ির উত্তর-পূর্ব দিক করে লাগানো উচিত। যা বাস্তুর জন্য ভীষণ শুভ বলে মনে করা হয়।

বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে একজন নাগরিক হিসেবে উচিত প্রচুর পরিমাণে গাছ লাগানো। পরিবেশের ভারসাম্যতা বজায় রাখতে এখন অনেক মানুষই শুরু করে দিয়েছেন গাছ লাগানো। গাছ হলো বরাবরই মানুষের খুব পছন্দের। এমন অনেক মানুষ আছে যারা গাছের পেছনে হাজার হাজার টাকা খরচা করে থাকেন। অনেকেই এখন বাড়িতেই তৈরি করে নিচ্ছেন ছোট্ট বাগান। কিংবা ফ্লাটের ছাদ ঘরেও তৈরি করে নিচ্ছেন গাছের সমাহার। এখন মানুষ ঘরেও নানা ধরনের ইনডোর প্ল্যান্ট রেখে থাকেন। বিভিন্ন ধরনের পাতাবাহার এবং ফুল গাছ এগুলো লাগিয়ে থাকেন। তবে মানুষ এগুলির সাথে সাথে অ্যালোভেরা গাছকেও ভীষণ প্রাধান্য দেন। এই অ্যালোভেরা গাছ হয়তো প্রত্যেকটা মানুষের বাড়িতেই খুঁজে পাওয়া যাবে। তবে ত্বকের পাশাপাশি অ্যালোভেরা গাছের রয়েছে আরও বিশেষ কিছু গুনাগুন। যা ঠিক মত পালন করতে পারলেই জীবন থেকে অর্থকষ্ট দূর হবে। অ্যালোভেরা গাছ লাগানোর কিছু নিয়ম আছে। তাই আজকে প্রতিবেদনে নিয়মগুলি সম্পর্কে জানা যাবে।
অ্যালোভেরা গাছের আছে প্রচুর গুন। এই গাছের থেকে পর্যাপ্ত পরিমাণে যেমন অক্সিজেন পাওয়া যায়, কেমন আ্যলোভেরা চুল এবং ত্বকের জন্য ভীষণভাবে কার্যকরী। তবে এগুলির পরেও বাস্তুবিদরা আ্যলোভেরা গাছ সম্পর্কে বিশেষ কিছু তথ্য জানিয়েছেন। অ্যালোভেরা গাছ সঠিক পদ্ধতিতে লাগালে এবং কোথায় লাগালে বাস্তুুমতে এর থেকে কি কি গুনাগুন পাওয়া যায় তা জানিয়েছেন।
বাস্তুবিদরা প্রথমেই জানাচ্ছেন আ্যলোভেরা গাছ যদি ঘরের মধ্যে লাগানো হয়, তাহলে সেখান থেকে পাওয়া যায় প্রচুর পরিমাণে অক্সিজেন। যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।
বাস্তুবিদরা আরো জানিয়েছেন আ্যলোভেরা গাছ সবসময় পরিষ্কার জায়গায় লাগানো উচিত। অপরিষ্কার জায়গায় আ্যলোভেরা গাছ লাগানো বাস্তুর জন্য ভীষণ অশুভ বলে মানা হয়।
সঠিক নিয়ম আচার মেনে বাড়িতে যদি অ্যালোভেরা গাছ লাগানো হয় তাহলে শারীরিক এবং মানসিক শান্তি লাভ করা যায়। এবং প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি পাওয়া যায়।
বাস্তবিদরা আরো জানিয়েছেন ঘরের প্রবেশদ্বারের সামনে যদি আ্যলোভেরা গাছ লাগানো যায়, তাহলে ঘরের ভেতরের সমস্ত নেগেটিভ এনার্জিকে বাইরে বের করে পজিটিভ এনার্জি চারিদিকে বিরাজমান হয়।
অ্যালোভেরা গাছ সব সময় বাড়ির উত্তর-পূর্ব দিক করে লাগানো উচিত। যা বাস্তুর জন্য ভীষণ শুভ বলে মনে করা হয়।