×

এক টুকরো রসুনের কোয়াতেই হবে কেল্লাফতে, দূর হবে আর্থিক সমস্যা

রসুন যে শুধুমাত্র রান্নার স্বাদ বৃদ্ধি করতে সাহায্য করে এমনটা নয়। এছাড়াও মানব শরীরের ক্ষেত্রে রসুনের রয়েছে বহুগুণ।

যেকোনো রান্নায় স্বাদের জন্য সবার প্রথমে দরকার জল তেল এবং মসলা। যেগুলো ছাড়া যেকোনো রান্নাই পুরোপুরি অসম্পূর্ণ। এই উপকরণগুলো ছাড়া যেকোনো রান্নাতেই স্বাদ আসে না। আমিষ রান্নার জন্য ব্যবহৃত অন্যতম তিনটে প্রধান উপকরণ হলো পেঁয়াজ রসুন এবং কাঁচালঙ্কা। এদের মধ্যে রসুন সবচেয়ে প্রয়োজনীয় একটি উপাদান। দেশি-বিদেশি বিভিন্ন রান্নায় রসুনের ব্যবহার হয়ে থাকে। বিশেষ করে বিভিন্ন চাইনিজ খাবারের ক্ষেত্রে রসুন একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। এটি রান্নায় না দিলে ঠিক রান্নার স্বাদ আসবে না।

তবে রসুন যে শুধুমাত্র রান্নার স্বাদ বৃদ্ধি করতে সাহায্য করে এমনটা নয়। এছাড়াও মানব শরীরের ক্ষেত্রে রসুনের রয়েছে বহুগুণ। রসুন রান্নার স্বাদ বৃদ্ধি করার পাশাপাশি চুল পরা রোধ করে ও ওজন কমাতেও সাহায্য করে। এছাড়াও বাস্তুশাস্ত্র মতে রসুনের মধ্যেই রয়েছে বড়লোক হওয়ার জাদুকাঠি। এটা আবার কিভাবে সম্ভব? আজ্ঞে হ্যাঁ ঠিকই শুনেছেন রসুন নিমেষেই বদলে দিতে পারে আপনার ভাগ্য। বর্তমানে এমন বহু মানুষ রয়েছেন যারা বহু টাকা রোজগার করলেও তা ধরে রাখতে পারেন না। তারা টাকা যতই সঞ্চয় করে রাখুক না কেন তা কোনো না কোনো ভাবে খরচ হয়ে যায়।

তবে এই সমস্যার সমাধান করতে পারে কেবলমাত্র এক কোয়া রসুন। যার জন্য একটি ছোট লাল কাপড়ে এক কোয়া রসুন বেঁধে ঘরের যেকোনো কোনায় রেখে দিন। এতে রাতারাতি আর্থিক উন্নতি বেড়ে যাবে। যাদের নিজস্ব ব্যবসা রয়েছে এবং ব্যবসার উন্নতির জন্য প্রতিনিয়ত টাকা ঢেলেও কোনরকম উন্নতি হচ্ছে না। তারা সাতটি রসুনের কোয়া একটি কাপড়ে বেঁধে দোকান কিংবা ব্যবসায়িক দপ্তরের ওপর ঝুলিয়ে রেখে দিন। ব্যাস তাতেই ফুলে ফেঁপে উঠবে আর্থিক ভান্ডার।

এছাড়াও যাদের উপার্জন আছে কিন্তু সঞ্চয় নেই তারা নিজেদের মানিব্যাগে এক কোয়া রসুন রেখে দিতে পারেন। এছাড়াও আলমারির যে অংশে টাকা রাখেন সেখানেও এক কোয়া রসুন রেখে দিতে পারেন। এর ফলে প্রয়োজন ছাড়া টাকা খরচের প্রবণতা কমে যাবে এবং সংসারেও বদল আসবে।

বিঃ দ্রঃ উপরোক্ত প্রতিবেদনটি সম্পূর্ণ বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে লেখা। এর কোন রকম বৈজ্ঞানিক ভিত্তি নেই। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।

Related Articles