কেটে যাবে অর্থনৈতিক সংকট, বাড়ির এই দিকে লাগান অপরাজিতা ফুলের গাছ
কমবেশি প্রায় সকলেরই একটি পরিচিত ফুল হলো অপরাজিতা ফুল।

কমবেশি প্রায় সকলেরই একটি পরিচিত ফুল হলো অপরাজিতা ফুল। আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবনে যাতে একটু আনন্দ ও সুখ আসুক। তবে এগুলোর জন্য হাজার চেষ্টা করেও দেখতে পাইনা সুখের নাগাল। তবে আপনি কি জানেন কেবলমাত্র একটি অপরাজিতা ফুল নিমেষের মধ্যেই বদলে দিতে পারে আপনার জীবন। হ্যাঁ ঠিকই শুনেছেন অপরাজিতা ফুল শুধুমাত্র পুজোর কাজেই লাগে না বরং এর আরো বহু উপকারিতা রয়েছে। আজকের এই প্রতিবেদনে সেই সম্পর্কেই আলোচনা করবো।
আমাদের জীবনে সুখ ও স্বাচ্ছন্দ্যে থাকার জন্য প্রয়োজন ঠিকঠাক রোজগারের। এছাড়াও বহু মানুষ রয়েছেন যারা ভরসা করেন জ্যোতিষশাস্ত্রের ওপর। যার কারণে নিজেদের জীবন বদলাতে অনেকেই জ্যোতিষ শাস্ত্রের বিভিন্ন টোটকা পালন করে থাকেন। এমন কি কেউ কেউ জ্যোতিষ শাস্ত্রের উপর এতটাই নির্ভর হয়, যে তাঁর জীবনকে বদলে ফেলার জন্য জ্যোতিষ শাস্ত্রই তখন তাঁর কাছে এক এবং অদ্বিতীয় হয়ে ওঠে। ফলে জ্যোতিষ শাস্ত্র মেনে অনেকেই অনেক কিছু নিজেদের জীবনের উপর প্রয়োগ করেন। তবে জানেন কি জীবনের জটিল সমস্যা থেকে রেহাই পেতে প্রয়োজন কেবলমাত্র একটি অপরাজিতা ফুলের।
যদি সপ্তাহের বৃহস্পতি এবং শুক্রবার বাড়িতে এই গাছটি লাগাতে পারেন তাহলে আপনার জীবনের ক্ষেত্রে খুবই কল্যাণময় এটি। তবে এর কিছু নিয়ম রয়েছে। আসুন তবে জেনে নিন সেই নিয়মগুলো সম্পর্কে-
১. যদি বহুদিন ধরে চাকরির ইন্টারভিউ দেওয়ার পরেও আশানুরূপ ফল পাচ্ছেন না, তাহলে একটি লাল কাপড়ে একটি নীল অপরাজিতা ফুল বেঁধে আপনার গৃহ দেবতার পায়ের চরণে রেখে দিন। বেশ কিছুদিন এভাবে ক্রমাগত রাখার ফলে দেখবেন এর ফল মিলেছে হাতেনাতে। তবে এর ফল মিলতে একটু দেরি হতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে তাড়াতাড়িও ফল মেলে।
২. এছাড়াও বাস্তুদোষ দূর করতে ও বহু পুরোনো আর্থিক সমস্যা থেকে রেহাই পেতে অপরাজিতা ফুল আপনার গৃহ দেবতার চরণে রাখতে পারেন। দেখবেন খুব সহজেই এর মাধ্যমে আপনার ইচ্ছা পূরণ হয়েছে। এর সাথে বিভিন্ন বাস্তুদোষও কেটে যাবে।
বিঃ দ্রঃ উপরোক্ত প্রতিবেদনটি বাস্তুবিদদের পরামর্শের ভিত্তিতে লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।