এই একটি গাছ বাড়িতে রাখলেই কেল্লাফতে, দূর হবে অর্থনৈতিক সংকট
প্রতিটি বাড়িতে কমবেশি বাস্তু দোষ থাকে। বাস্তু সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা নানা ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকি।

প্রতিটি বাড়িতে কমবেশি বাস্তু দোষ থাকে। বাস্তু সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা নানা ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকি। কিন্তু সমস্ত পদ্ধতি সবসময় কাজে আসে না। বাস্তুবিদরা এই সমস্যার সমাধান দেখিয়েছে। বাস্তু দোষ দূর করার জন্য বাস্তুশাস্ত্রে কিছু অলৌকিক উদ্ভিদের বর্ণনা করা হয়েছে। বাস্তুবিদদের মতে বাস্তুশাস্ত্রে উল্লেখ করা সেই উদ্ভিদ গুলো এতটাই কার্যকর যে সেগুলো রোপন করা থেকেই তাদের কাজ শুরু করে দেয়। তাঁদের মতে সেই গাছগুলো চুম্বকের মতো অর্থ, সুখ-স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি আকর্ষণ করে বাড়ির ভিতরে প্রবেশ করায়।
কোনো ব্যক্তি যদি সঠিকভাবে বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে চলে তবে সেই ব্যক্তি খুব সহজেই তাঁর জীবনের সমস্ত বাধা-বিপত্তি কাটিয়ে উঠতে সক্ষম হয়। তবে বলে রাখি বাস্তুশাস্ত্র মনে বিশ্বাস নিয়ে মেনে চলতে হয়। মনে অবিশ্বাস নিয়ে কোন নিয়ম পালন করলে সেক্ষেত্রে কোনো ফল পাওয়া যায় না। জানেন কি বাস্তুশাস্ত্র কোন উদ্ভিদের কথা বর্ণনা করা হয়েছে? বাস্তুশাস্ত্রে যে উদ্ভিদের কথা বর্ণনা করা হয়েছে তার নাম হলো স্পাইডার প্ল্যান্ট (Spider Plant)। আসুন জেনে নিন এই প্ল্যান্ট কিভাবে সমস্ত দিক থেকে বাস্তুকে রক্ষা করে থাকে।
১: দিশা:- বাস্তুমতে, বাড়ির উত্তর, পূর্ব, উত্তর-পূর্ব বা উত্তর-পশ্চিম দিকে গাছপালা রাখা শুভ বলে মনে করা হয়। বাড়ির অশুভ শক্তি দূর করে শুভ শক্তি ধরে রাখতে আপনি বাড়িতে আনতেই পারেন স্পাইডার প্ল্যান্ট। এই কাজ আপনি বাড়ির টেবিলের উপর রাখতে পারেন। এই গাছ আপনার বাড়িতে শুভ শক্তি প্রবেশ ঘটনার সাথে সাথে বাড়ির সৌন্দর্য বৃদ্ধিতেও সাহায্য করে থাকে।
২: দুর্ভাগ্য:- আপনি যদি কখনো বাড়িতে স্পাইডার প্ল্যান্ট লাগিয়ে থাকেন তবে এই গাছের সঠিক যত্ন নেবেন। স্পাইডার প্ল্যান্টকে কখনো শুকিয়ে যেতে দেবেন না। এই প্ল্যান্ট শুকিয়ে যাওয়া খুব একটা শুভ লক্ষণ নয়। কখন বাড়ি দক্ষিণ ও পশ্চিম দিকে স্পাইডার প্ল্যান্ট লাগাবেন না। তবে এটি দুর্ভাগ্য বয়ে আনে।
৩: স্বাস্থ্য:- সুস্বাস্থ্যর জন্য স্পাইডার প্ল্যান্ট অত্যন্ত উপকারী। এই প্ল্যান্ট বাড়িতে রাখলে মানসিক চাপ ও বিষন্নতা দূর হয়। এছাড়াও স্পাইডার প্ল্যান্ট ঘরের নেতিবাচক শক্তি দূর করে শুভ শক্তির প্রবেশ ঘটাতে সাহায্য করে।
৪: স্ট্রেস বুস্টার:- বিশেষজ্ঞদের মতে স্পাইডার প্ল্যান্ট রাখলে কর্টিসল কমে যায়। কর্টিসল মানসিক চাপের হরমোন। কোন মানসিক রোগীর সামনে এই গাছ রাখা অত্যন্ত উপকারী। এতে মানসিক চাপ ও বিষন্নতা অনেকটাই কমে আসে। যার ফলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের মতো সমস্যা কম দেখা দিতে পারে।
Disclaimer:- বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে এই প্রতিবেদন লেখা হয়েছে। আমাদের পক্ষ থেকে এর কোন সত্যতা যাচাই করা হয়নি। তাই আপনারা কোন পদ্ধতি অবলম্বন করার পূর্বে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে নেবেন।