বাড়ি থেকে ইঁদুর তারানোর সবচেয়ে সহজ ও ঘরোয়া টিপস
ইঁদুরের উপদ্রব হয় সেই বাড়ির বই খাতা থেকে শুরু করে জামাকাপড় ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিমেষের মধ্যে শেষ হয়ে যায়।

প্রায় প্রত্যেকের বাড়িতেই বিভিন্ন ধরনের পোকামাকড় ও কীটপতঙ্গ বাসা বাঁধে। তবে কখনো কখনো এসব পোকামাকড় ও কীটপতঙ্গের উপদ্রব এতটাই বেড়ে যায় যার কারণে সকলের জীবন একেবারেই অতিষ্ঠ হয়ে ওঠে। যদিও কিছু কিছু পতঙ্গ কেবলমাত্র বিশেষ কিছু মরশুমেই দেখা যায়। আর কিছু কিছু পোকামাকড় এমন রয়েছে যারা প্রায় গোটা বছর ধরেই উৎপাত করে ছাড়ে। আর এর মধ্যে একটি অন্যতম বিরক্তিকর প্রাণী হল ইঁদুর। যেই বাড়িতে ইঁদুরের উপদ্রব হয় সেই বাড়ির বই খাতা থেকে শুরু করে জামাকাপড় ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিমেষের মধ্যে শেষ হয়ে যায়।
মাটির ঘর থেকে শুরু করে পাকা বাড়ি সব জায়গাতেই এই ছোট্ট জীবটির বাস। এছাড়াও বহু ধরনের রোগ ছড়াতে দেখা যায় এই প্রাণীটিকে। কখনো কখনো বাড়িতে ইঁদুরের উপদ্রব এতটাই বেড়ে যায় যার কারণে এদের বাড়ি থেকে তাড়ানো ছাড়া আর কোনো উপায় থাকে না। একেক সময় বিভিন্ন ধরনের রাসায়নিক কীটনাশক প্রয়োগ করেও ইঁদুর তাড়ানো সম্ভব হয় না। আবার কিছু কিছু রাসায়নিক ওষুধ ইঁদুর তাড়াতে একেবারে সিদ্ধহস্ত। তবে এধরনের রাসায়নিক দ্রব্যের ব্যবহার আমাদের এবং আমাদের বাড়ির ছোট সদস্যদের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এই সমস্ত রাসায়নিক পদার্থ থেকে শিশুদের শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে।
তাই আজকের এই প্রতিবেদনে কয়েকটি টোটকা বলবো, যেগুলোর ব্যবহারে কোনোরকম রাসায়নিক পদার্থ ছাড়াই বাড়ি থেকে ইঁদুর দূর করতে পারবেন।
১. ঘরে যে সমস্ত জায়গায় ইঁদুরের আনাগোনা সবচেয়ে বেশি সেখানে রাখতে পারেন লাল লঙ্কা। কারণ এই লাল লঙ্কার ঝাঁঝ ইদুর একেবারেই সহ্য করতে পারে না। এর পাশাপাশি বিভিন্ন পোকামাকড়ও ঘরে বাসা বাঁধতে পারেনা।
২. এর পাশাপাশি অপরদিকে লঙ্কার মতো লবঙ্গের ঝাঁঝালো গন্ধও ইঁদুর একেবারেই সহ্য করতে পারে না। তাই ঘরের কোনায় একটি কাপড়ে মুড়ে লবঙ্গ রেখে দিন। এতে অনেকটাই ইঁদুরের উপদ্রব দূর হবে।
৩. ইঁদুর তাড়ানোর আরো একটি কার্যকরী উপাদান হল বেকিং পাউডার। ইঁদুরের যাতায়াতের পথে যদি বেকিং পাউডারের গুঁড়ো ছড়িয়ে রাখতে পারেন তাহলে এর ভয়ে ইঁদুর ঘরে প্রবেশ করতে ভয় পাবে। আর নিমেষেই ঘর থেকে দূর হবে ইঁদুরের উপদ্রব।