×

লেবু গাছের গোড়ায় দিয়ে দিন এই জিনিসটি, গাছ ফলে ফুলে ভরে উঠবে

লেবু গাছের গোড়ায় ১ চামচ দিয়ে দিন এই জিনিসটি, ফুলে ফলে ভরে যাবে গোটা গাছ।

বর্তমানে বাড়িতে বাগান করার মতো খোলা জায়গা না থাকলেও অনেকেই বাড়ির ছাদে বা বারান্দায় টবে করে পছন্দস‌ই গাছ লাগিয়ে থাকেন। এইসব ক্ষেত্রে সাধারণত জায়গার অভাবে ফুলগাছ‌ বেশি লাগানো হয়। তবে এমন কিছু ফল বা সবজি রয়েছে যেগুলি এইভাবে টবে করে বা অল্প জায়গাতেও চাষ করা সম্ভব।

এমন‌ই এক গাছ হল লেবু (Lemon)। এই গাছের জন্য খুব বেশি জায়গার প্রয়োজন হয় না। তবে অনেক সময়েই দেখা যায় বাড়িতে লেবু গাছ লাগানোর পর তা বড়ো হলেও ভালো ফলন হচ্ছে না অথবা গাছের পাতা ঝরে যাচ্ছে বা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। বস্তুত, বাড়িতে গাছ লাগানোর পর তার নির্দিষ্ট পরিচর্যা করা না হলে এমন একাধিক সমস্যা হ‌ওয়া স্বাভাবিক।

লেবু গাছ ভালো রাখার জন্য কয়েকটি কাজ জরুরি। গাছের ডালপালা শুকিয়ে গেলে তা অবশ্য‌ই কেটে বাদ দিয়ে গাছ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এছাড়াও, লেবু গাছকে ছায়ায় নয়, সরাসরি সূর্যের আলোয় রাখতে হবে।

পাশাপাশি, আজকের এই প্রতিবেদনে র‌ইল লেবু গাছের ভালো ফলনের জন্য উপকারী এক উপাদানের নাম ও প্রয়োগের পদ্ধতি:

প্রথমে লেবু গাছের গোড়ার মাটি ভালো করে খুঁড়ে ৩-৪ মুঠো কম্পোস্ট সার (পাতা পচা সার, গোবর সার) ও তার ওপরে একে একে ১ মুঠো হাড়ের গুঁড়ো এবং ১ মুঠো শিংকুচি সার দিয়ে দিতে হবে।

তারপর একে একে ১ চামচ পটাশ সার ও ১ চামচ এপসম (Magnesium sulfate) সল্ট গাছের গোড়ায় ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। সব উপাদান প্রয়োগ করার পর ওপর থেকে মাটি দিয়ে দিতে হবে।

এইসব উপাদানের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, নাইট্রোজেন ও অন্যান্য উপকারী পদার্থ থাকার কারণে গাছ যথাযথ পুষ্টিলাভ করবে। এছাড়াও, খুব কম সময়ের মধ্যেই গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফলের ফলন হবে।

Related Articles