×

Lifestyle : বাড়িতে রাখুন এই উপকারী গাছ, দূর হবে অর্থনৈতিক সংকট

ক্রাসুলা ওভাটা বাড়িতে থাকলে বাড়ির একাধিক সমস্যা সমাধান করে। এই গাছ একদিকে যেমন বাড়ির অর্থনৈতিক সংকট দূর করে।

LifeStyle : অনেকজনেরই নিজের বাড়িতে গাছ লাগাতে ভালো লাগে। কেউ বাড়ির বাগানে গাছ লাগান, কেউ আবার বাড়ির ছাদে। ফুল জাতীয় গাছ ভালো লেগে থাকলে সাধারণত জবা ফুল বা গোলাপ ফুলই সাধারণত লাগানো হয়। এদিকে পাতা জাতীয় গাছ ভালো লেগে থাকলে মানুষ অ্যালোভেরা বা মানিপ্ল্যান্ট গাছ লাগিয়ে থাকে। এর মধ্যে মানিপ্ল্যান্টের চাহিদা একটু বেশিই দেখা যায়। ইন্ডোর প্রকৃতির গাছ হওয়ায় বেশিরভাগ মানুষই সাধারণত ঘর সাজানোর জন্য মানিপ্ল্যান্ট গাছ লাগিয়ে থাকেন। অনেকেই জানেন না, বাস্তু নিয়ন্ত্রণ করার ব্যাপারে এই গাছের বিশেষ গুণ রয়েছে।

Lifestyle :

Lifestyle

বাস্তুবিদদের মতে, বাড়িতে মানিপ্ল্যান্ট থাকলে বাড়ির মঙ্গল হয়। বাড়ির অর্থনৈতিক সংকট দূর করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। মানিপ্ল্যান্ট গাছের একাধিক প্রজাতি রয়েছে। এর মধ্যে ক্রাসুলা ওভাটা নামক মানিপ্ল্যান্ট গাছ সবচেয়ে জনপ্রিয়। এর কারণও রয়েছে। বাস্তুবিদরা এই গাছটিকে বাড়ির জন্য খুবই শুভ মনে করেন।

এখানে পড়ুন :  বাড়িতে অ্যালোভেরা গাছ থাকা কীসের ইঙ্গিত দেয়!

Lifestyle :

Lifestyle

মানিপ্ল্যান্ট গাছের আয়ু মোটামুটি ১০০ দিন। যত্ন করে এই গাছকে বাড়ির মধ্যে রাখলে অনেক সমস্যার সমাধান হতে দেখা যায়। গাছটিকে বাড়ির অন্দরে ঘরের কোণে বা টেবিলের উপরও রাখা যেতে পারে। এই গাছটি খুব সহজেই যে কোনো নার্সারিতে পাওয়া যায়। চিনা ফাংশুই অনুযায়ী এই গাছ অর্থ আকর্ষণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গাছটি বাড়িতে লাগানোর সময়ে মনে বিশ্বাস রাখতেই হবে। মনে অবিশ্বাস সঙ্গে নিয়ে বাড়িতে এই গাছ লাগালে কোনো সুফল পাওয়া যাবে না।

Lifestyle :

ক্রাসুলা ওভাটা বাড়িতে থাকলে বাড়ির একাধিক সমস্যা সমাধান করে। এই গাছ একদিকে যেমন বাড়ির অর্থনৈতিক সংকট দূর করে ও বাড়িতে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটায়, তেমনই অপরদিকে বাড়ির বাস্তুকে দোষমুক্ত রাখতেও সাহায্য করে। বাড়িতে শান্তি বজায় রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Related Articles