বাড়িতে রাখুন এই ফুলের গাছ, দূর হবে অর্থনৈতিক সংকট
সঠিক পদ্ধতি অনুসরণ করে সেই গাছটির যত্ন নিতে পারলে আর্থিক সমস্যা থেকে মুক্তি দেবে গাছটি।

অনেক চেষ্টার পরেও অনেক সময় পরিবারের অর্থকষ্ট দূর হয় না। অনেক প্রচেষ্টার পরেও দেখা যায় মা লক্ষ্মী পরিবারের উপর সদয় হন না। ফলস্বরূপ, পরিবারের আর্থিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নানান রকমের পদক্ষেপ নেওয়া হলেও কোনো কিছুই কার্যকরী হতে দেখা যায় না।
এই অবস্থায় পরিবারের হাল ফেরাতে হল এক বিশেষ ফুল গাছকে আপনাকে বাড়িতে রাখতে হবে। বিশেষজ্ঞদের মতে, একটি বিশেষ ফুল গাছ রয়েছে, সঠিক পদ্ধতি অনুসরণ করে সেই গাছটির যত্ন নিতে পারলে আর্থিক সমস্যা থেকে মুক্তি দেবে গাছটি। চলুন সেই নিয়মটিই সবিস্তারে জেনে নেওয়া যাক।
এই প্রতিবেদনে আলোচনা করা হচ্ছে অপরাজিতা ফুল গাছকে নিয়ে। বৈদিক জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রের মতে, এই গাছের সঠিকভাবে যত্ন নিলে পরিবারের একাধিক সমস্যার সমাধান হতে পারে। আপনি কি জানেন? এই ফুল গাছটি ভগবান বিষ্ণুর প্রিয়রূপে পরিচিত। আর এই জন্যেই তা বিষ্ণুপ্রিয়া নামেও পরিচয় লাভ করেছে। একইসঙ্গে এই ফুলের সঙ্গে জড়িয়ে রয়েছে শনিদেবের নাম। শনিদেবের কাছে এই ফুল অর্পণ করলে, জীবনে শনিদেবের কৃপা বর্ষিত হয়। এর জন্য আপনাকে অবশ্যই শনিমন্দিরে গিয়ে অপরাজিতা ফুল ব্যবহার করে পুজো দিতে হবে।
■ অপরাজিতা ফুল গাছ কোথায় রাখবেন?
এই ফুল গাছটিকে বাড়ির যে কোনো দিকে রাখা যায় না। এই গাছটিকে দরজার ডানদিকে অর্থাৎ আপনি দরজা দিয়ে বাইরে যাওয়ার সময়ে যেদিকে ডানদিক পড়ে সেদিকে রোপন করতে হবে। এই গাছটি অবশ্যই বাড়ির পূর্ব, উত্তর বা উত্তর-পূর্ব দিকে রাখতে হবে।
■ অপরাজিতা ফুল গাছ কোন দিন রোপন করবেন?
যে কোনো দিন এই গাছ বাড়িতে রোপন করা যায় না। শুধুমাত্র শুক্রবার ও বৃহস্পতিবারেই এই গাছ লাগানো যায়। এই দুই দিন গাছ রোপন করার জন্য শুভ বলে মনে করা হয়।