বাড়িতে মানিপ্লান্ট লাগালেই হবে না, অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পেতে মেনে চলুন এই ৫টি টিপস
বাড়িতে রাখুন এই উপকারী গাছ, দূর হবে অর্থনৈতিক সংকট।

বাড়িতে বাগান করা বা চাষ করার শখ অনেকেরই আছে। সবুজ সবুজ সব্জির চাষ বা ফল-ফুলের গাছ নিজের বাড়িতে থাকলে মনটাও সবসময় ফুরফুরে থাকবে তাই না। তবে বর্তমানে অনেকটা জায়গা নিয়ে গঠিত বাড়ির সংখ্যা খুব কমই দেখা যায়। কারণ জায়গায় জায়গায় পুরোনো বাড়িঘর ভেঙে গড়ে তোলা হচ্ছে নতুন নতুন আবাসন। তাই শখ থাকলেও সব্জির চাষ বা ফল-ফুলের গাছ লাগানো হয়ে ওঠে না। তবে এখনও যাঁদের বাড়িতে উঠোন রয়েছে, তাঁরা বিভিন্ন রকমের গাছ আজও রোপণ করে থাকেন। তবে বাড়িতে যদি বাস্তু মেনে গাছ লাগানো যায়, তাহলে শুধু বাড়ির সৌন্দর্যও বাড়বে তাই নয়, বাড়িতে কোনও নেতিবাচক শক্তিও প্রবেশ করতে পারবে না। অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পেতে আমরা অনেক কিছুই না করে থাকি, কিন্তু জানেন কী?
অর্থনৈতিক সঙ্কট কাটতে পারে একটিমাত্র গাছের দ্বারা। বাস্তু অনুযায়ী, মানিপ্লান্ট গাছ বাড়িতে লাগাতে পারেন। তবে সেটি লাগানোর কিছু সঠিক নিয়ম রয়েছে, বাড়ির যেকোনো জায়গায় এই গাছ লাগালে চলবে না। বাড়ির দক্ষিণ পূর্বকোণে এই গাছ লাগাতে হবে। তাহলে আপনি অর্থনৈতিক সঙ্কট থেকেও মুক্তি পেতে পারেন। এই গাছ আপনার জীবনে সৌভাগ্য নিয়ে আসতে পারে। তবে কোনও কারণে বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে যদি জায়গা না থাকে তাহলে বাড়ির পূর্ব দিকে এই গাছ লাগাতে পারেন। তবে মানিপ্লান্ট নির্দিষ্ট নিয়ম অনুযায়ী না লাগালে কারও কারও ক্ষেত্রে জীবনের সমস্যা দেখা দিতে পারে।
১) সর্বদা মানিপ্লান্ট নিচ থেকে ওপরের দিকে বারান্দায় ঝুলিয়ে দিলেন, এমন ভুল কখনোই করবেন না, একটি দড়ির সাহায্যের মানিপ্লান্ট কে বেঁধে রাখুন। যদি ঘরের ভেতরেও রাখেন, তাহলেও এই ভাবেই রাখুন, যাতে গাছটি নিচের দিকে না ঝুলে ওপরে চড়ে যেতে পারে, ফলে আপনার অর্থনৈতিক উন্নতি হবে।
২) মানিপ্লান্টের সবুজ সুন্দর পাতা আপনার আপনার মন এবং শরীরকে ভালো রাখে। তাই বাস্তুমতে প্রত্যেকে বাড়িতে অন্তত একটি করে মানিপ্লান্ট রাখুন। পাতার চারপাশে আগাছা জন্মালে গাছের পাতা গুলো ছেঁটে দিন। কখনই হলুদ পাতা শুদ্ধ গাছ আপনার গৃহে রাখবেনা।
৩) কারুর বাড়িতে একটা সুন্দর মানিপ্লান্ট গাছ দেখলে অমনি চাইবেন না। অনেক সময় আমরা অনেকের বাড়ি থেকে গাছ নিয়ে আসি। না তাতে কোন দোষ নেই। তবে তাঁর অর্থনৈতিক সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনার সমস্যা বাড়বে। তাই মানিপ্লান্ট সর্বদা সব সময় নার্সারি দোকান থেকে কিনে লাগান।
৪) মানিপ্লান্টকে কখনো মাটির উপরের সরাসরি রোপণ করবেন না। বাস্তবিদরা বলছে, মাটির উপর একটি বড় আকারের পাত্র নিয়ে সেখানে সুন্দর করে মাটি তৈরি করে মানিপ্লান্ট লাগাতে পারেন, অথবা কাঁচের বোতলের মধ্যে জল দিয়ে ভর্তি করে মানিপ্লান্ট লাগাতে পারেন। দেখবেন, আপনি মানসিকভাবে সুস্থ থাকবেন।
৫) সর্বদা বাড়ির ভিতরে মানিপ্লান্ট রাখতে হবে, অনেক সময় বাড়ির পাশে যে বাউন্ডারি ওয়াল থাকে, তার পাশে নোংরা আবর্জনা থাকে। সেক্ষেত্রে বাড়ির ভেতরেই মানিপ্লান্ট রোপণ করুন।
Disclaimer: বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।