বেসিনের পাইপের ময়লা দূর করার সবচেয়ে সহজ ও ঘরোয়া টিপস
বেসিনের পাইপ আটকে যায় তাহলে খুবই সমস্যায় পড়তে হয় গৃহিণীদের।

রান্নাঘর, ডাইনিং রুম থেকে বাথরুম সব জায়গাতেই আমরা সাধারণত বেসিন ব্যবহার করি। যখন ময়লা জমে যাওয়ার কারণে বেসিনের পাইপ আটকে যায় তাহলে খুবই সমস্যায় পড়তে হয় গৃহিণীদের। আর এই বেসিনের পাইপে ময়লা জমে বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত ভোগান্তিকর বিষয়। এই সমস্যার থেকে রক্ষা পাওয়া যাবে সামান্য কয়েকটি পদ্ধতি অবলম্বন করলেই। আজকের প্রতিবেদনে দেখে নেওয়া যাক সেগুলিইহ
১. ফুটন্ত গরম জল, বেকিং সোডা আর ভিনিগার একসাথে মিশিয়ে বেসিনে ঢেলে দিলে দেখা যাবে সঙ্গে সঙ্গে ময়লা পরিষ্কার হয়ে গিয়েছে। এমনি গরম জল বেসিনের পাইপ পরিষ্কার করতে পারে তবে সাথে দুটি উপাদান মিশিয়ে দিলে কাজটি আরো তাড়াতাড়ি হবে।
২. রান্না ঘরে তেল, মশলা, চর্বি, খাবার ইত্যাদি রান্না ঘরের বেসিনে আটকে যায়। ফলে জল জমতে শুরু করে এবং বেসিন নোংরা হয়ে যায়। এরকম অবস্থায় এক কাপ বেকিং সোডার সঙ্গে ১/৪ ভাগ লবণ মিশিয়ে বেসিনে ঢেলে দিতে পারেন।তবে এরপরে ভিনিগার গরম করে বেসিনে ঢেলে পাইপের মুখ আটকে দিতে হবে। তার কারণ এই ভিনিগার ঢাললেই পাইপের ভেতর থেকে ফেনা উঠতে থাকে। এরপর ৩০ মিনিট অপেক্ষা করার পর গরম জল দিয়ে বেসিনের পাইপ পরিষ্কার করলেই সমস্ত আবর্জনা পরিষ্কার হয়ে যায়।
৩.বেসিনের পাইপ শুধু নুন দিয়েও পরিষ্কার করা যায়। এক কেটলি গরম জলে নুন মিশিয়ে আস্তে আস্তে পাইপের মুখে ঢালতে হবে। মিনিট পাঁচ দশেকের অপেক্ষার পর জল দিয়ে ধুয়ে ফেললেই দেখা যাবে সমস্ত ময়লা পরিষ্কার হয়ে গিয়েছে।