ত্বক হবে দুধের মতো ধবধবে ফর্সা, স্নানের আগে মেখে ফেলুন এই ঘরোয়া ফেসপ্যাক
আপনি যদি আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে চান তবে আপনার প্রয়োজন ছোট ১ টাকার শ্যাম্পুর প্যাকেট, ব্যসন, লেবুর রস।

বসন্ত শেষ হতে শহর জুড়ে গরমের দাপটে কাবু শহরবাসী। গরম কালে পলিউশন ও ঘামের জন্য ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। ত্বকে সমস্যা নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সূর্যের রশ্মি ও বাইরের ধুলো ময়লা; সবকিছুই ত্বকের জন্য ক্ষতিকারক। তাই গরম কালে যদি ঠিকমতো ত্বকের যত্ন নেওয়া না হয় তবে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা যায়। আজ এই প্রতিবেদনে আপনাদের জানানো হবে ত্বকের সঠিক যত্ন নেওয়ার পদ্ধতি, যাতে আপনার ত্বক উজ্জ্বল (skin brightening) হয়ে ওঠে। জেনে নি ত্বক উজ্জ্বল রাখতে কি কি ব্যবহার করবেন।
আপনি যদি আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে চান তবে আপনার প্রয়োজন ছোট ১ টাকার শ্যাম্পুর প্যাকেট, ব্যসন, লেবুর রস। তবে যদি আপনার লেবুর রসে এলার্জি থেকে থাকে সেক্ষেত্রে আপনি টমেটো বা আলুর রস ব্যবহার করতে পারেন। এছাড়া আরো প্রয়োজন জল ও টুথপেস্ট।
ত্বক উজ্জ্বল করার জন্য প্রথমে একটু বাটিতে প্যাকেটের শ্যাম্পুটা ঢেলে তার মধ্যে ৩ চামচ বেসন দিয়ে উপকরণ দুটি ভালোভাবে মিশিয়ে নিন। এরপর ওই মিশ্রণটিতে লেবুর রস কিংবা টমেটো বা আলুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা স্মুদ পেস্ট তৈরি করে নিন। যদি আপনার ত্বকের ব্রণ ও বা এলার্জির মত সমস্যা থাকে তবে লেবুর রস মেশানোর পরে কিছুটা টুথপেস্ট মিশিয়ে নিতে পারেন প্যাকটিতে। টুথপেস্ট মেশালে ত্বকে ব্রণ বা এলার্জির সমস্যা হবে না।
এই ফেসপ্যাকটি ব্যবহার করার আগে আপনার ত্বক ভালোভাবে পরিস্কার করে নিন। ত্বক ভালো কথা পরিষ্কার করে নেওয়ার পর এই ফেসপ্যাক সারা মুখে গলায় ভালোভাবে মেখে নিন। এইভাবে রেখে দিন ১০-১৫ মিনিট। ১০-১৫ মিনিট পর নরমাল জল দিয়ে ফেসপ্যাক ধুয়ে ফেলুন। ধোয়ার পর নারকেল তেল ও অ্যালোভেরা জেল মিশিয়ে সারা মুখে লাগিয়ে ত্বক ময়েশ্চারাইজ করে নিন। সপ্তাহে দুবার এই ফেসপ্যাক ব্যবহারে আপনার ত্বকে ব্রণর সমস্যা ও দাগছোপ অনেকটাই কম হয়ে যাবে।
Disclaimer:- বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে এই প্রতিবেদন লেখা হয়েছে। আমাদের পক্ষ থেকে এ প্রতিবেদনের কোনো সত্যতা যাচাই করা হয়নি। তাই এই প্রতিবেদনে উল্লেখিত কোন উপকরণে আপনার যদি এলার্জি থেকে থাকে তবে সেই উপকরণটি ব্যবহার করা থেকে বিরত থাকবেন। যেকোনো পদ্ধতি অবলম্বন করার পূর্বে অবশ্যই চিকিৎসক বা বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে নেবেন।