ত্বক হবে দুধের মতো ধবধবে ফর্সা, বাড়িতে বানিয়ে মেখে ফেলুন এই ফেসপ্যাক
এই ক্রিমটি নিয়মিত ভিজিয়ে নিয়ে সামান্য ক্রিম নিয়ে ভালোমতো মুখে লাগিয়ে ৫ মিনিট পর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিতে হবে।

সুন্দর হতে কেই বা না চায় বলুন। আমরা প্রত্যেকেই চাই আমাদের ত্বক যেন সবসময় সুস্থ ও সতেজ থাকে। আর এদিক থেকে মেয়েরা অনেকাংশেই এগিয়ে ছেলেদের থেকে। বর্তমানে টানটান ফিগারের পাশাপাশি ত্বকের বিষয়েও ব্যাপকভাবে সচেতন প্রতিটি মেয়ে। যার কারনে মেয়েরা নিজেদের ত্বককে উজ্জ্বল করে তুলতে বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করে। তবে আজকালকার বেশিরভাগ মেয়েই সাবলীল হওয়ার কারণে কোনো না কোনো কাজে বেরোতে হয় বাইরে। যার কারণে রোদের তেজে ত্বক পুড়ে পুরো বারোটা বেজে যায়।
তাই আজকের এই প্রতিবেদনে রইলো সহজেই ঘরোয়া পদ্ধতিতে ত্বক সুন্দর করার একটি ক্রিম তৈরির পদ্ধতি সম্পর্কে। কেবলমাত্র কয়েকটি ঘরোয়া উপাদানেই খুব সহজে তৈরি করা যাবে এই ম্যাজিক্যাল ক্রিমটি। যা পর পর সাতদিন ব্যবহার করলেই মিলবে সুস্থ ও উজ্জ্বল ত্বক। আসুন তাহলে আর দেরি না করে জেনে নিন এই ক্রিমটি তৈরীর পদ্ধতি সম্পর্কে। এই ক্রিমগুলি তৈরি করতে প্রথমে প্রয়োজন একটি ডাভ সাবান, এক চামচ কর্নফ্লাওয়ার, তিন টেবিল চামচ অ্যালোভেরা জেল, এক কাপ চাল, এক চামচ কফি পাউডার ও দু চামচ বেসন।
কিভাবে বানাবেন-
প্রথমে একটি ডাভ সাবান কে একটি গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিতে হবে। তারপর আগের দিন রাতে ভিজিয়ে রাখা চালের জল কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। এবার সেই জাল দেওয়া চাল ভেজানো জলের মধ্যে গ্রেট করে রাখা ডাভ সাবানের অংশটি দিয়ে ক্রমাগত নাড়িয়ে নিতে হবে। তারপর তার মধ্যে একে একে কফি পাউডার, বেসন, অ্যালোভেরা জেল ও কনফ্লাওয়ার দিয়ে শুকিয়ে নিতে হবে। শুকোনোর পর দেখা যাবে সেটি একটি ক্রিমের মতো তৈরি হয়েছে। এরপর ক্রিমটাকে ঠান্ডা করে একটি কৌটোর মধ্যে তুলে রেখে দিতে হবে।
এই ক্রিমটি নিয়মিত ভিজিয়ে নিয়ে সামান্য ক্রিম নিয়ে ভালোমতো মুখে লাগিয়ে ৫ মিনিট পর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিতে হবে। তবে এই ক্রিমটিকে বানানোর জন্য প্রতিটি উপাদান সঠিক পরিমাণে দিতে হবে। তাছাড়া এই ক্রিমটি সেভাবে কার্যকর হবে না।
বিঃ দ্রঃ : উপরোক্ত কোনোরকম উপাদানে যদি কারো এলার্জি থেকে থাকে তাহলে তারা অবশ্যই বিশেষজ্ঞ অথবা চিকিৎসকদের পরামর্শ মেনে এই টোটকাটি ব্যবহার করবেন।