×

একটি গাছেই ফুটবে ৪-৫ ধরনের জবা ফুল, শিখে নিন বিশেষ পদ্ধতি

ফুল ফল সব ধরনের গাছই আমরা ভালোবাসি, তবে যারা গাছ লাগাতে পছন্দ করেন তাঁরা বেশিরভাগ ফুলের গাছ লাগিয়ে থাকেন।

বাগান তৈরি করার শখ অনেকের থাকলেও সঠিক পদ্ধতিতে যত্ন নিয়ে গাছ বড় করে তোলার নিয়ম জানা না থাকার কারণে অনেকে শখ থাকলেও বাগান তৈরি করতে পারে না। চারা গাছ পোঁতা থেকে গাছকে নিয়মিত যত্ন করতে হয়। নয়তো গাছের সঠিক বৃদ্ধি হয় না এবং গাছ ধীরে ধীরে মরণাপন্ন অবস্থায় চলে যায়। যেকোনো গাছের ক্ষেত্রে সঠিক পদ্ধতিতে যত্নের প্রয়োজন হয়। এক একটি গাছের জন্য প্রয়োজন একেক ধরনের সার। এছাড়া গাছের নানা রকম সমস্যা হয়। সেই সমস্যাও দূর করতে জানতে হয় গাছের মালিক কে।

ফুল ফল সব ধরনের গাছই আমরা ভালোবাসি। তবে যারা গাছ লাগাতে পছন্দ করেন তাঁরা বেশিরভাগ ফুলের গাছ লাগিয়ে থাকেন। আমার সাধারণত দেখি যে একটি ফুল গাছ থেকে এক ধরনের, এক রংয়ের ফুলই জন্মায়। কখনো কি দেখেছেন একটি গাছ থেকে বিভিন্ন রঙের ফুল তৈরি হয়েছে? আজ এই প্রতিবেদনে আপনাদের সেরকম একটি গাছ তৈরির কথা জানানো হবে। অর্থাৎ আজ আপনাদের জানানো হবে কিভাবে আপনারা একটি গাছের মধ্যে নানান রঙের জবা ফুল ফোটাতে পারবেন। সংকরায়নের মাধ্যমে এই কাজটি সম্ভব। আসুন জেনে নিন একটি গাছে কিভাবে অনেক রংয়ের জবা ফুল ফোটাবেন।

শুরুতেই জানিয়ে রাখি সংকরায়নের একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতি সঠিকভাবে না জানলে কখনোই আপনারা একটি গাছে অনেক রঙের জবা ফুল ফুটাতে পারবেন না। তাই সংকরায়ন পদ্ধতি ভালোভাবে বোঝার জন্য আমাদের প্রতিবেদনের সাথে যুক্ত থাকা ভিডিওটি অবশ্যই দেখে নেবেন।

একটি জবা গাছের অনেক ধরনের জবা ফুল ফুটানোর জন্য প্রথমে একটি টবের মধ্যে পরিমাণ মতো মাটি নিয়ে তাদের বিভিন্ন রঙের জবা গাছের কয়েকটি ডাল আলাদা করে পুঁততে হবে। তারপর সমস্ত গাছের ডাল গুলিকে প্রধান ডালের সাথে সামান্য পরিমাণে শিরা কেটে একটি দড়ির সাহায্যে বা সুতোর সাহায্যে ভালোভাবে বেঁধে দিতে হবে। খেয়াল রাখবেন বাঁধন যাতে একেবারে গোড়া থেকে থাকে। এখন এই টবটিকে এমন একটি জায়গায় রাখবেন যেখানে সূর্যালোক এবং ছায়া উভয়েই সমান পরিমাণে পেতে পারে। এতে সংকরায়ন সঠিকভাবে ঘটবে। সংকরায়নের সময় গাছের সঠিক যত্ন নেওয়া খুবই প্রয়োজন। যদি সঠিক পদ্ধতিতে যত্ন না হয় তাহলে সংকরায়ন ঘটবে না।

উল্লেখ্য, জবা গাছ গ্রীষ্মমণ্ডল এবং উপগ্রীষ্মমণ্ডলিয় অঞ্চলে খুব ভালো ভাবে বেড়ে ওঠে। জবা গাছ ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা সহ্য করতে পারে না। নাতিশীতোষ্ণ অঞ্চলে গ্রীন হাউসে জবা গাছ রাখা হয়। সারা পৃথিবীতে প্রায় ৬৫০ এর বেশি প্রজাতির জবা দেখতে পাওয়া যায়। অধিকাংশ জবা গাছই গ্রাফটিং টিসু কালচার এবং দুই প্রজাতির ফুলের পরাগ রেনু একে অপরের সাথে মিলিত করে নতুন প্রজাতি ও নতুন রঙের জবা গাছ তৈরী করা হয়ে থাকে। তাই আপনারা যদি সংকরায়নের কাজে জবা গাছ ব্যবহার করেন তাহলে খুব একটা অসুবিধা হবে না।

Related Articles