×

বাড়ির থেকে টিকটিকি তারানোর ৫টি সহজ ও ঘরোয়া টিপস

এমন গৃহস্থ বাড়ি খুব কমই রয়েছে যেখানে টিকটিকির উপদ্রব নেই। প্রায় প্রতিটি বাড়িতেই এই ছোট্ট প্রাণীটির আনাগোনা লক্ষ্য করা যায়।

এমন গৃহস্থ বাড়ি খুব কমই রয়েছে যেখানে টিকটিকির উপদ্রব নেই। প্রায় প্রতিটি বাড়িতেই এই ছোট্ট প্রাণীটির আনাগোনা লক্ষ্য করা যায়। এমনকি বাড়িতে কখনো কখনো টিকটিকির উপদ্রব এতটাই বেড়ে যায় যে যার কারণে বাড়িতে থাকা মুশকিল হয়ে যায়। আবার অনেকে টিকটিকি দেখলে প্রচন্ড ভয় পান। বাড়িতে আর কোনো কীটপতঙ্গ থাকুক না থাকুক টিকটিকি চোখে পরবেই। তবে কিছু সহজ টিপস রয়েছে যেগুলোর সাহায্যে নিমিষেই বাড়ি থেকে কমানো যাবে টিকটিকির উপদ্রব। তাই সেই টিপসগুলো জানতে অবশ্যই পড়ুন আজকের এই প্রতিবেদনটি।

১. ময়ূরের পালক :

টিকটিকির উপদ্রব কমাতে অত্যন্ত কার্যকরী একটি উপাদান হলো ময়ূরের পালক। টিকটিকির হাত থেকে বাঁচতে দেওয়ালে একটি ময়ূরের পালক লাগিয়ে রাখুন। তবে এটি সঠিকভাবে কার্যকর কিনা তা মূলত জানা নেই। অনেকে মনে করেন ঘরের দেওয়ালে ময়ূরের পালক লাগালে টিকটিকি সেখান থেকে দূরে সরে যায়।

২. গোলমরিচের গন্ধ :

টিকটিকি গোলমরিচের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। তাই বাড়ির যে স্থানগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে টিকটিকির উপদ্রব লক্ষ্য করা যায় সেখানে জলের মধ্যে ভালো করে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে স্প্রে করে দিলেই টিকটিকির আনাগোনা বন্ধ হবে।

৩. কেরোসিন :

এছাড়াও কেরোসিন টিকটিকি তাড়ানোর একটি অত্যন্ত কার্যকরী উপাদান। টিকটিকির অত্যাচার থেকে বাঁচতে ঘরের বারান্দা ও দেওয়াল ভালো করে কেরোসিন দিয়ে মুছতে হবে। কেরোসিনের উগ্র গন্ধে টিকটিকির পাশাপাশি বিভিন্ন ধরনের কীটপতঙ্গও বাড়ি থেকে বিদায় নেবে।

৪. রসুন:

৪. রসুনের গন্ধ টিকটিকি একেবারে সহ্য করতে পারে না। তাই ৫-৬ কোয়া রসুন যদি ভালো করে থেঁতো করে নিয়ে জলের মধ্যে মিশিয়ে চারিদিকে স্প্রে করা যায় তাহলে বাড়ি থেকে টিকটিকি একেবারে উধাও হয়ে যাবে।

৫. কর্পূর :

৫. টিকটিকির উপদ্রব থেকে মুক্তি পেতে আরও একটি কার্যকরী উপাদান হল কর্পূর। ঘরের প্রতিটি কোণায় যদি কর্পূর ছড়িয়ে দেওয়া যেতে পারে তাহলে কর্পূরের উগ্র গন্ধে টিকটিকির পাশাপাশি ঘর থেকে বিদায় নেবে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ। এই পাঁচটি টিপস যদি ভালো করে মেনে চলা যায় তাহলে বাড়ি থেকে টিকটিকির উপদ্রব অনেকটাই কমানো যাবে।

Related Articles