ত্বক হবে দুধের মতো ধবধবে ফর্সা, বাড়িতে বানিয়ে মেখে ফেলুন অ্যালোভেরার এই ফেসপ্যাক
আমরা প্রত্যেকেই চাই সুন্দর হতে। যার কারণে সারাদিনের কর্মব্যস্ততার পাশাপাশি ভুলিনা নিজেদের ত্বক ও চুলের যত্ন নিতে।

আমরা প্রত্যেকেই চাই সুন্দর হতে। যার কারণে সারাদিনের কর্মব্যস্ততার পাশাপাশি ভুলিনা নিজেদের ত্বক ও চুলের যত্ন নিতে। বিশেষ করে মেয়েরা ছেলেদের দিক থেকে এদিকে এগিয়ে রয়েছে। বর্তমানে কর্মসূত্রে প্রায় সকলকেই বাইরে বেরোতে হয়। চাকরি থেকে শুরু করে সন্তানদের স্কুল থেকে নিয়ে আসা সমস্ত কিছুর জন্য আজকাল খুব কম মানুষই বাড়িতে বিশেষ একটা সময় কাটাতে পারেন না। আর বাইরে বেরোতেই রীতিমতো বারোটা বেজে যায় ত্বক এবং চুলের। সপ্তাহের একটি দিন ছুটি পেলেও আলসেমির কারণে সেভাবে আর ত্বক ও চুলের যত্ন নেওয়া হয়ে ওঠে না।
ফলে একপ্রকার বাধ্য হয়ে মেয়েরা আশ্রয় নেয় বিউটি পার্লারের। আর বিউটি পার্লারে ঢুকলেই শ্রাদ্ধ হয় একগাদা টাকার। তবে ত্বকের পরিচর্যা বাড়িতে করাই শ্রেয়। ব্যস্ততায় ভরা দিনের মাঝে সামান্য একটু সময় বের করে রুটিন মাফিক রূপচর্চা করলে টাকার পাশাপাশি সুস্থ থাকবে ত্বকও। তবে মুখ চর্চার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নাইট ক্রিম। গোটা দিন জুড়ে মানুষ বিভিন্ন রকমের ক্রিম ব্যবহার করলেও নাইট ক্রিম অনেকেই এড়িয়ে চলেন। তবে বিশেষজ্ঞদের মতে সারাদিনে আর কিছু করুন বা না করুন রাতে নাইট ক্রিম ব্যবহার করা অতি আবশ্যিক।
তবে বাজারে কিনতে পাওয়া বিভিন্ন রাসায়নিক নাইট ক্রিমের দাম অনেক বেশি হওয়ায় অনেকেরই সামর্থ্য হয়না কেনার। এছাড়াও এগুলো আমাদের ত্বকের পক্ষেও ভীষণ ক্ষতিকর। তাই আজকের এই প্রতিবেদনে রইল বাড়িতেই সহজে নাইট ক্রিম তৈরি করার পদ্ধতি সম্পর্কে। নাইট ক্রিম তৈরি করতে প্রথমে একটি পাত্রে অ্যালোভেরা জেল নিতে হবে। যদি কারো অ্যালোভেরা জেলে এলার্জি থেকে থাকে তাহলে তার বদলে ফ্ল্যাক্স সিড জেল বা তিসির বীজের জেলও নিতে পারেন। যা বাড়িতেই তিসির বীজ গরম জলে ফুটিয়ে তৈরি করে নিতে পারেন।
তিসির বীজ গরম জলে ফুটিয়ে গরম গরম অবস্থায় ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে এই সুন্দর জেলটি। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখে লাগিয়ে শুয়ে পরুন। টানা ৭ দিন এই জেলটি ব্যবহারের পর এর ফলাফল আপনি নিজেই বুঝতে পারবেন। এছাড়াও বার্ধক্যজনিত বিভিন্ন রকম সমস্যার হাত থেকে বাঁচতেও অ্যালোভেরা জেল বা ফ্ল্যাক্স সিড অত্যন্ত উপকারী একটি উপাদান।
বিঃ দ্রঃ : উপরোক্ত প্রতিবেদনটিতে বর্ণিত উপকরণগুলির মধ্যে যদি কারো কোনো উপাদানে এলার্জি থেকে থাকলে তারা অবশ্যই বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ মেনে এই পদ্ধতিটি অবলম্বন করবেন।