Lifestyle : বাড়িতে জবা ফুলের গাছ থাকলে কিসের ইঙ্গিত দেয়!
জবা ফুল ভগবান হনুমানের প্রিয় ফুল হিসাবে পরিচিত। আর তাই জীবনের দিশা বদলাতে চাইলে প্রত্যেক মঙ্গলবার ও শনিবারে হনুমানজির চরণে লাল জবা অর্পণ করতে হবে।

Lifestyle : প্রায় প্রত্যেক বাড়িতেই কেউ না কেউ থাকেন, যারা ফুল গাছের পরিচর্যা করতে ও যত্ন নিতে ভালোবাসেন। এই মর্মে তাঁরা বাড়িতে গোলাপ, জবা প্রভৃতি নানানরকমের ফুল গাছ আনেন ও পরিচর্যা করেন। উক্ত ফুলের সুগন্ধে একদিকে যেমন ঘর সুরভিত হয়, তেমনই কিছু ফুল আছে যাদের উপস্থিতিতে পরিবারের অর্থসংকটও দূর হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, জবা ফুল এই ব্যাপারে কার্যকরী ভূমিকা পালন করে।
দাবি করা হয়, জবা ফুল খুবই ইতিবাচক গাছ। এই গাছটিকে সঠিক নিয়মে বাড়িতে রোপণ করা গেলে বাড়ির সদস্যদের শারীরিক সুস্থতা বজায় থাকবে এবং বাড়ির অর্থনৈতিক সংকট দূর হবে। এই ফুলের উপস্থিতি পরিবারের সদস্যদের মানসিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেও সাহায্য করে। তবে এক গাছটিকে একদম নিয়ম মেনে বাড়িতে লাগাতে হবে। নইলে হিতের বিপরীত ঘটতে পারে, বাড়ির সদস্যদের সঙ্গে ভালো কিছু ঘটার পরিবর্তে খারাপ কিছু ঘটে যেতে পারে। আর তাই বাড়ির সদস্যদের জীবন বিপদমুক্ত করতে চাইলে পড়ে ফেলুন নিম্নলিখিত নির্দেশিকা।
Lifestyle :
জবা গাছ লাগানোর বিষয়ে বাস্তব বিশেষজ্ঞরা ইতিমধ্যে কিছু নির্দেশাবলী দিয়ে রেখেছেন। তাঁদের মতে, বাড়ির ছাদে বা উঠোনে জবা গাছ রোপণ করা উচিত। এই দুই স্থানটিকে সবচেয়ে ভালো স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে। জবা ফুল ভগবান হনুমানের প্রিয় ফুল হিসাবে পরিচিত। আর তাই জীবনের দিশা বদলাতে চাইলে প্রত্যেক মঙ্গলবার ও শনিবারে হনুমানজির চরণে লাল জবা অর্পণ করতে হবে। কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটে ভুগে থাকেন এবং এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে চান, তাহলে তাঁকে প্রত্যেকদিন মা কালীর চরণে একটি করে লাল জবা অর্পণ করতে হবে।
আরও পড়ুন : বাড়িতে লাগান এই উপকারী গাছ, দূর হবে অর্থনৈতিক সংকট
উল্লেখ্য, জবা গাছ সর্বদাই পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গায় লাগাতে হবে। নোংরা বা আবর্জনাযুক্ত জায়গায় লাগলে হিতের বিপরীত ঘটতে পারে পরিবারের সঙ্গে।
[Disclaimer: এই প্রতিবেদনটি বাস্তুবিদদের মতামতের উপর ভিত্তি করে রচিত। ব্যক্তিবিশেষে এর প্রভাব ভিন্ন হতে পারে।]