কেটে যাবে অর্থনৈতিক সংকট, বাড়ির এইদিকে লাগান অ্যালোভেরা গাছ
বাস্তুবিদদের মতে ঘরের প্রবেশদ্বারে যদি এই গাছটিকে রাখা যায় তাহলে ঘরের ভেতর থাকা সমস্ত নেগেটিভ এনার্জি ঘর থেকে বের হয়ে যায়।

বর্তমান পরিবেশের পরিস্থিতির কথা মাথায় রেখে প্রতিটি নাগরিককে সচেতন হওয়া উচিত। যার কারণে প্রত্যেককে প্রচুর পরিমাণে গাছ লাগানো উচিত। যার কারণে পরিবেশের কথা চিন্তা করে অনেকেই এখন গাছ লাগানো শুরু করে দিয়েছেন। বাড়িতে বাগান বানানো বরাবরই মানুষের ভীষণ পছন্দের একটি শখ। এমন বহু মানুষ রয়েছেন যারা গাছের পেছনে প্রচুর পরিমাণ টাকা খরচ করেন। অনেকেই বাড়ির উঠোন ও ছাদে জায়গা করে তৈরি করে নেন ছোট্ট বাগান। কিংবা ফ্ল্যাটের ছাদ ঘরেও নানান রকমের ইন্ডোর প্ল্যান্ট রেখে থাকেন অনেকে।
গাছ যেমন পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ঠিক তেমনি বাড়ির সৌন্দর্যও বৃদ্ধি করে। তবে এছাড়াও গাছের আরও বহু বৈশিষ্ট্য রয়েছে। গাছ বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি বাড়ির উপর বিভিন্ন রকম ইতিবাচক প্রভাব ফেলে। অনেকেই বাড়িতে বিভিন্ন ধরনের ফুলের গাছের পাশাপাশি অ্যালোভেরা গাছ লাগান। বর্তমানে বেশিরভাগ বাড়িতেই এই গাছটির প্রাধান্য দেওয়া হয়। এটি একটি অত্যন্ত উপকারী গাছ। যার কারণে বেশিরভাগ বাড়িতেই এই গাছটিকে খুঁজে পাওয়া যাবে। অ্যালোভেরা গাছ আমাদের ত্বক ভালো রাখতে সাহায্য করে ও চুল মজবুত করে।
তবে আপনি কি জানেন বাড়িতে অ্যালোভেরা গাছ রাখলে তা বহুদিন ধরে চলা অর্থ সংকট নিমেষেই দূর করতে পারে। হ্যাঁ এমনটাই বলছে বিভিন্ন বাস্তুবিদরা। তবে এই গাছটিকে বাড়িতে লাগানোর কিছু সঠিক নিয়ম রয়েছে। যা অক্ষরে অক্ষরে পালন করলে তবেই মিলবে সুফল। আজকের এই প্রতিবেদনে সেই সম্পর্কেই আলোচনা করা হবে।
১. বাস্তুবিদদের মতে অ্যালোভেরা গাছ যদি ঘরের মধ্যে লাগানো যায় তাহলে সেখান থেকে পাওয়া যাবে প্রচুর পরিমাণে অক্সিজেন। যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।
২. অ্যালোভেরা গাছ সবসময় পরিষ্কার জায়গায় লাগানো উচিত। কারণ অপরিষ্কার জায়গায় অ্যালোভেরা গাছ লাগানো বাস্তুর জন্য অশুভ হলে মনে করা হয়। তাই ভুলেও কখনো নোংরা অপরিচ্ছন্ন জায়গায় অ্যালোভেরা গাছ লাগাবেন না।
৩. যদি সঠিক আচার মেনে বাড়িতে অ্যালোভেরা গাছ লাগানো হয় তাহলে তা পরিবারের সমস্ত সদস্যদের মানসিক এবং শারীরিক শান্তি প্রদান করে। এছাড়াও এই গাছের ইতিবাচক শক্তির প্রভাবে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি পাওয়া যায়।
৪. বাস্তুবিদদের মতে ঘরের প্রবেশদ্বারে যদি এই গাছটিকে রাখা যায় তাহলে ঘরের ভেতর থাকা সমস্ত নেগেটিভ এনার্জি ঘর থেকে বের হয়ে যায় ও পজিটিভ এনার্জি চারিদিকে বিরাজমান হয়।
৫. অ্যালোভেরা গাছ সর্বদা বাড়ির উত্তর-পূর্ব দিকে লাগানো উচিত। যা বাস্তুর জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়।