ভুলেও এই দিনে তুলসী গাছে জল দেবেন না, হতে পারে মহা বিপদ!
বাড়ির সদস্যদের সুস্বাস্থ্য বজায় রাখতে ও পরিবার ভালো রাখতে তুলসীকে পাতার গুরুত্ব অপরিসীম।

বাড়ির সদস্যদের সুস্বাস্থ্য বজায় রাখতে ও পরিবার ভালো রাখতে তুলসীকে পাতার গুরুত্ব অপরিসীম। বাড়িতে তুলসী গাছ রাখা উচিত। কারণ এই গাছের পাতা একদিকে সর্দিকাশি থেকে শরীরকে রক্ষা করে এবং অপরদিকে অশুভ শক্তির আক্রমণ থেকে পরিবারকে বাঁচায়। বাস্তুবিদদের মতে, সঠিক নিয়ম অনুযায়ী তুলসী গাছে জল দিলে বাড়ির শ্রীবৃদ্ধি ঘটে। চলুন সেই ব্যাপারেই বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
● বাড়ির কোনদিকে তুলসী গাছ রাখা উচিত?
হিন্দু ধর্মে তুলসী গাছ খুবই পবিত্র। বাড়ির যে কোনো দিকে এই গাছ রোপন করা যায় না। বারান্দায় যে স্থানে রোদ ভালো করে ঝলমল করে অর্থাৎ বাড়ির পূর্বদিকে কোনো ফাঁকা স্থানে, টবে বা ছাদে তুলসী গাছ রোপন করা উচিত।
● তুলসী গাছে কী কী অর্পণ করা যায়?
তুলসী গাছ অর্পণ করার জলে আখের রস মেশানো যেতে পারে। কেউ কেউ জলের সঙ্গে দুধের মিশ্রণ ঘটিয়ে সেটি ব্যবহার করেন। তবে দুধ দেওয়ার পরিবর্তে আখের রস দিলে তা পরিবারের জন্য বেশি উপকারী। কারণ, এই মিশ্রণ বাড়ির সদস্যদের জন্য শুভ বার্তা বয়ে আনার ক্ষমতা রাখে।
● কোনদিন ও কখন তুলসী গাছে জল দেওয়া যায়?
মূলত একাদশী ও রবিবার বাদ দিয়ে প্রত্যেকদিন জল অর্পণ করা যায় তুলসী গাছের গোড়ায়। সকালে উঠে পরিষ্কার পোশাকে তুলসী গাছে জল দিলে তা পরিবারের জন্য ভালো।
● তুলসী গাছে রবিবারে ও একাদশীতে জল দেওয়া উচিত নয় কেন?
কথিত আছে, রবিবারে বা একাদশীতে জল তুলসী গাছের গোড়ায় জল অর্পণ করলে পরিবারে সমস্যা দেখা দিতে পারে। বাস্তুবিদদের মতে, রবিবারে ভগবান বিষ্ণুর জন্য মা তুলসী উপবাস করেন। ওইদিন জল দিলে মা তুলসীর উপবাস ভেঙে যেতে পারে। আর তাই রবিবারে তুলসী গাছে জল অর্পণ করায় নিষেধাজ্ঞা রয়েছে।