প্রতিবেশীর কুনজর থেকে বাঁচতে বাড়িতে আজই লাগান এই গাছ, রইল বিস্তারিত
আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা নিজেদের বাড়িতে বিভিন্ন ধরনের গাছ লাগাতে পছন্দ করেন।

আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা নিজেদের বাড়িতে বিভিন্ন ধরনের গাছ লাগাতে পছন্দ করেন। আর গাছপালা সবরকম ভাবেই মানুষের জীবনের সাথে জড়িয়ে রয়েছে। যার কারণে বাড়ির সৌন্দর্য বাড়াতে অনেকেই বাড়িতে এমন কি ঘরের ভেতর বিভিন্ন ধরনের গাছ রোপন করে থাকেন। তবে বর্তমানে প্রায় প্রতিটি বাড়িতে দেখতে পাওয়া একটি গাছ হলো মানিপ্ল্যান্ট। মনে করা হয় বাড়িতে এই গাছ রোপন করলে এর থেকে অর্থনৈতিক সমস্যা দূর হয়।
তবে বিভিন্ন বাস্তুবিদদের মতে মানিপ্ল্যান্ট ছাড়াও এমন একটি গাছ রয়েছে যা বাড়িতে রোপন করলে জীবন পুরো পাল্টে যেতে পারে। সেরকমই একটি গাছ হল ‘ক্রসুলা ওভাটা’ (Crassula Ovata)। যদিও এই গাছটি জেড ট্রি, ফ্রেন্ডশিপ ট্রি, লাকি ট্রি ও মানি ট্রি নামেও পরিচিত। বাস্তুবিদদের মতে এই গাছটি বাড়ির প্রবেশপথের ডান দিকে লাগানো উচিত। এতে বাড়ির উপর কোনোরকম ইতিবাচক প্রভাব পরে না এবং বাড়ির সদস্যদের জীবন থেকে বিভিন্ন অর্থনৈতিক সমস্যাও দূর হয়।
এই গাছ বাড়ির ধন-সম্পত্তি বৃদ্ধি করতে সাহায্য করে ও বিভিন্নরকম আর্থিক সমস্যাও দূর করে। এমনকি এই গাছটি ঘরের ভেতরেও লাগানো যেতে পারে কারণ এই গাছটি রোপন করার জন্য কোনোরকম সূর্যালোকের প্রয়োজন হয় না। আর এই গাছটির বৃদ্ধিতেও খুব একটা জায়গার প্রয়োজন হয় না। খুব স্বল্প পরিমাণ জায়গাতেই এই গাছটি রোপন করা যায়।
এছাড়াও এই গাছটির বেড়ে ওঠার জন্য বিশেষ একটা যত্ন নেওয়ার প্রয়োজন নেই। এই গাছে সপ্তাহে দু থেকে তিনবার জল দিলেই হবে। এই গাছটি বাড়ি থেকে বিভিন্ন রকম নেতিবাচক শক্তি দূর করার পাশাপাশি বাড়িতে শুভ ইতিবাচক শক্তির প্রবেশের পথ খুলে দেয়। পাশাপাশি এই গাছটি দেখতে অত্যন্ত সুন্দর হওয়ার কারণে ঘরের সৌন্দর্যও বৃদ্ধি করে। তাই পুরোনো আর্থিক সমস্যা দূর করতে অবশ্যই বাড়িতে এই গাছটি লাগাতে পারেন।
বিঃ দ্রঃ উপরোক্ত প্রতিবেদনটি বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে লেখা হয়েছে। এর কোনোরকম বৈজ্ঞানিক ভিত্তি নেই। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।