বাড়িতে রাখুন এই উপকারী গাছ, দূর হবে অর্থনৈতিক সংকট
বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেকেই বাড়ির বাইরে আবার অনেকে ঘরের ভেতরেও গাছ লাগিয়ে থাকেন।

বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেকেই বাড়ির বাইরে আবার অনেকে ঘরের ভেতরেও গাছ লাগিয়ে থাকেন। বিভিন্ন ধরনের ফুল, ফল গাছ থেকে শুরু করে নানা ধরনের মানি প্ল্যান্ট লাগিয়ে থাকেন তাঁরা। তবে অধিকাংশ মানুষই জানে না এমন কিছু গাছ রয়েছে যেগুলো বাড়ির সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বাস্তুর জন্য খুবই উপকারী। আজ এই প্রতিবেদনে আমরা আপনাদের এমনই একটি গাছের সন্ধান দেব। আসুন জেনে নিন সেই গাছ সম্বন্ধে বিস্তারিত তথ্য।
অনেকে এমন আছে যাদের বাড়িতে বাস্তু দোষের কারণে অনেক সময় অনেক হওয়া কাজও আটকে যায়। আবার বাস্তু দোষ এর কারনে বাড়ির অর্থনৈতিক সংকট কিছুতেই ঘুচতে চায় না। সেক্ষেত্রে বলে রাখি এমন একটি গাছ আছে যেটি আপনি যদি বাড়িতে আনেন তবে আপনার বাড়ির সমস্ত নেতিবাচক শক্তির প্রভাব দূর হবে এবং বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটবে। মাত্র একটি গাছ কিভাবে আপনার জীবন পাল্টে দিতে পারে তা আপনি বুঝতে পারবেন ওই গাছ বাড়িতে আনার পর।
অনেক মনে থাকে থাকেন বাস্তু দোষ কুসংস্কার। কিন্তু বিজ্ঞানীরা মনে করেন, বাস্তু দোষ কোনরকম কুসংস্কার নয়। বাস্তুতে দোষ থাকলে সেই বাড়ি এবং বাড়ির মানুষের সামনে প্রতিনিয়ত হাজার একটা সমস্যা চলার পথে বাধা হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে বাস্তুবিদরা বাস্তব দোষ কাটানোর জন্য ‘ক্রাসুলা জেড প্ল্যান্ট’ বাড়িতে আনার পরামর্শ দিয়েছেন। বাস্তবিকের মতে এই গাছ বাড়িতে লাগালে এই গাছের ইতিবাচক শক্তির প্রভাব আপনার জীবনের সমস্ত বাধা অতিক্রম করতে সাহায্য করবে। তবে মনে রাখবেন অবিশ্বাস নিয়ে এই কাজ বাড়িতে আনবেন না তাহলে আপনি কোন ফলই পাবেন না। মনে বিশ্বাস নিয়ে এই কাজ বাড়িতে আনলে আপনি নিজেই ফলাফল বুঝতে পারবেন।
এই ক্রাসুলা জেড প্ল্যান্ট, মানিপ্ল্যান্ট নামেও পরিচিত। এই গাছ লাগানোর কিছু নিয়ম রয়েছে। নির্দিষ্ট দিক মেনে এই গাছ লাগাতে হবে তাহলেই বাস্তুদোষ কাটবে। বাস্তুবিদ্যার মতে কোনো ব্যক্তি যদি বাড়ির দক্ষিণ পূর্বকোণে এই গাছ লাগে রাখেন তবে সেই ব্যক্তি জীবন ধনৈশ্বর্যে পরিপূর্ণ হয়ে উঠবে। এর পাশাপাশি এই গাছ সেই ব্যক্তির জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনতে সাহায্য করবে। তবে যদি বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে জায়গা না থাকে তবে এই গাছ বাড়ির পূর্বদিকেও লাগাতে পারেন। এছাড়া ব্যবসার জায়গায় বা অফিসের দ্বারে এই গাছ লাগালে ব্যবসার উন্নতি ঘটবে।
Disclaimer:- বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে এই প্রতিবেদনটি লেখা হয়েছে। এর কোন যুক্তিসম্মত ব্যাখ্যা নেই। আমাদের পক্ষ থেকে এর কোন সত্যতা যাচাই করা হয়নি। তাই আপনারা এই প্রতিবেদন উল্লেখিত কোন পদ্ধতি অবলম্বন করার পূর্বে অবশ্যই বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নেবেন।