কেটে যাবে অর্থনৈতিক সংকট, কয়েক টুকরো গোলমরিচে বদলে যাবে আপনার ভাগ্য
এক টুকরো গোলমরিচে হবে কেল্লাফতে, রইল বিস্তারিত।

মানুষ যতই আধুনিক হয়ে উঠুক না কেন এখনো বহু পুরোনো সামাজিক রীতি অনুসরণ করে চলেন। বর্তমান যুগের বহু মানুষই বাস্তুশাস্ত্র অথবা জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করেন না। তবে জীবনের প্রতিটি পদক্ষেপে না হলেও কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই বাস্তুশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র মেনে চলা উচিত। সবকিছুই চোখ বন্ধ করে একেবারে উড়িয়ে দেওয়া ঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে বিশ্বাস অনেক বড় সম্পদ হয়ে দাঁড়ায়। সেরকমই গ্রহ নক্ষত্রের দশা ও দিশা সবটাই মানতে হয়, যা প্রতি মুহূর্তে প্রতিটি মানুষকে নানাভাবে প্রভাবিত করে চলেছে।
জ্যোতিষীদের মতে গ্রহদের শান্ত রাখার জন্য বিভিন্ন টোটকা রয়েছে। যেগুলো সময় অনুসারে সঠিকভাবে অনুসরণ করা উচিত। এই টোটকা গুলো খুবই সহজ এবং যে কেউই খুবই স্বল্প ব্যয়ে এগুলি পালন করতে পারবেন। এমনকি কিছু কিছু টোটকা রয়েছে যেগুলোর উপাদান আপনার রান্নাঘরেই মজুদ রয়েছে। হ্যাঁ ঠিকই পড়েছেন। রান্নাঘরে মজুত একটি মসলা দিয়েই বদলে যেতে পারে আপনার ভাগ্য। এক্ষেত্রে রান্নাঘরে ব্যবহৃত মসলা গোলমরিচ খুবই গুণকারী একটি মসলা।
শুধুমাত্র স্বাস্থ্যের জন্য নয় বরং জ্যোতিষ শাস্ত্রেও ব্যবহৃত হয় এই মসলাটি। এই মসলাটি যেমন খাবারের স্বাদকে বদলে দিতে পারে ঠিক সেরকমই বদলে দিতে পারে আপনার ভাগ্যও। গোলমরিচ দিয়ে কিছু টোটকা মেনে চললে অর্থ লাভের পাশাপাশি বিভিন্ন সংকট থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও ভাগ্য আরও বেশি জোরালো হয়। আসুন তবে জেনে নিন কি সেই টোটকা গুলি।
• গোলমরিচের পাঁচটি দানা নিয়ে সাতবার নিজের মাথার উপর ঘুরিয়ে কোনো চার মাথার মোড়ের সামনে ৪ টে ও বাকি একটি আকাশের দিকে ছুড়ে ফেলে পেছনে না তাকিয়ে বাড়ি চলে আসতে হবে। এতে সহজেই অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।
• অনেকেরই বারবার কাজে বাধা চলে আসে। যার জন্য বাড়ি থেকে বাইরে যাওয়ার প্রধান দরজায় কয়েকটি গোলমরিচ রেখে তার ওপর পা রেখে বাইরে বেরোলে আপনার কাজে সফলতা আসবে।
• এছাড়াও গোলমরিচের টোটকা খারাপ নজর থেকে রক্ষা করতেও অত্যন্ত কার্যকরী। একটি প্রদীপে ৭-৮ দানা কালো গোলমরিচ রেখে বাড়ির যেকোনো কোণায় জ্বালিয়ে দিলে আর্থিক উন্নতি হবে এবং বিভিন্ন রকম বাস্তুদোষ দূর হবে।
বিঃ দ্রঃ উপরোক্ত প্রতিবেদনটি বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে লেখা হয়েছে। আমাদের প্রতিবেদন কোনরকম কুসংস্কারকে সমর্থন করে না। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।