Lifestyle : বাড়িতে পিঁপড়ের দল বাসা বাঁধলে কীসের ইঙ্গিত দেয়!
পিঁপড়ের উৎপাতে বিরক্ত হননি, এমন হয়তো খুব কম মানুষই আছেন।

Lifestyle : পিঁপড়ের উৎপাতে বিরক্ত হননি, এমন হয়তো খুব কম মানুষই আছেন। অধিকাংশ মানুষকেই জীবনের কোনো না কোনো পর্যায়ে পিঁপড়ে নামক প্রাণীটির প্রতি বিরক্তি অনুভব করতে হয়েছে। এই পিঁপড়েদের আধিক্য মূলত গ্রীষ্মকালে বেশি দেখা যায়। পিঁপড়ের কামড়ের কারণে অস্বস্তির শিকার হয় মনুষ্য ত্বক। এই প্রাণীর কামড়ের ফলে ত্বকে এক প্রকারের জ্বলন সৃষ্টি হয় এবং ফুলে যায়। ফলস্বরূপ অনেকেই আতঙ্কের বশে পিঁপড়ে দেখলেই মেরে ফেলার চেষ্টা করেন।
Lifestyle :
পিঁপড়ের কীর্তির কারণে বাড়িতে পিঁপড়ের প্রবেশ কেউই পছন্দ করেন না। পিঁপড়ের উৎপাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অনেকেই নানান ধরণের পদক্ষেপ গ্রহণ করেন। তবে অনেকেই জানেন না, পিঁপড়ের কিছু আচরণ বাড়ির জন্য শুভ প্রমাণিত হতে পারে। কিছু আচরণ আবার যদিও অশুভ ঘটনার সংকেতও বয়ে আনতে পারে। এই নিয়েই বিস্তারিতভাবে জানতে চাইলে পড়ে নিন পুরো প্রতিবেদনটি।
এখানে পড়ুন : বাড়ির এইদিকে অ্যালোভেরা গাছ লাগালেই কেল্লাফতে, দূর হবে অর্থনৈতিক সংকট
■ পিঁপড়ের আচরণ ও সংকেত:
১. বাড়িতে পিঁপড়ে প্রবেশ করার যদি কোনো বিশেষ দিক না থাকে অর্থাৎ বাড়ির বিভিন্ন দিক থেকে যদি পিঁপড়ে প্রবেশ করে, তাহলে এই ঘটনা আপনার বাড়ির জন্য শুভ সংকেত বয়ে আনতে পারে। এক্ষেত্রে পিঁপড়েটি অবশ্যই কালো রঙের পিঁপড়ে হতে হবে। তবে আকার ভিন্ন হলেও চলবে।
২. আপনি যদি কালো পিঁপড়েকে রান্নাঘরের চালভর্তি পাত্র থেকে বেরিয়ে আপনার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসতে দেখেন। তাহলে জানবেন এই ঘটনা আপনার জন্য শুভ বার্তা বয়ে আনছে।
৩. এবার আসি লাল পিঁপড়ের কথায়। আপনি যদি এই পিঁপড়েকে মুখে ডিম বহন করে আপনার আশেপাশে ঘুরতে দেখেন, তাহলে জানবেন আপনার বাড়িতে খুব শীঘ্রই কোনো শুভ ঘটনা ঘটতে চলেছে।
[Disclaimer: এই প্রতিবেদনটি বাস্তুবিদদের পরামর্শের ভিত্তিতে রচিত। ব্যক্তিবিশেষে উল্লিখিত ঘটনাগুলি ভিন্ন ফল প্রদান করতে পারে।]