Lifestyle : বাড়িতে পায়রা বাসা বাঁধলে কিসের ইঙ্গিত দেয়!
পায়রা এমনিতে শান্তির প্রতীক হিসাবেই পরিচিত। তবে স্থান বিশেষে পায়রার উপস্থিত থাকার অর্থ পরিবর্তিত হয়।

Lifestyle : পায়রা এমনিতে শান্তির প্রতীক হিসাবেই পরিচিত। তবে স্থান বিশেষে পায়রার উপস্থিত থাকার অর্থ পরিবর্তিত হয়। অনেকেই পায়রাকে শান্তির প্রতীক ভেবে বাড়িতে বাস করতে ছেড়ে দেন, পায়রাদের তাড়িয়ে দেন না। আপনাদের জানিয়ে রাখি, এই পদক্ষেপ একদম ঠিক নয়। কারণ, বাড়িতে পায়রার উপস্থিতি বাস্তুশাস্ত্রে অশুভ বলে মনে করা হয়। বাড়িতে পায়রার উপস্থিতি বাড়ির সদস্যদের জীবনে অন্ধকার ডেকে আনতে পারে। তাই, বাড়ির ভালো চাইলে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করে পায়রা বাড়ি থেকে দূর করার ব্যবস্থা করতে হবে।
Lifestyle :
■ প্রয়োজনীয় পদক্ষেপসমূহ:
১. পায়রার বাসা পরিস্কার রাখতে হবে- পায়রা যেখানে বাসা বেঁধেছে সেখানটা যত তাড়াতাড়ি সম্ভব পরিস্কার করতে হবে। পায়রার বাসা স্থানান্তর যোগ্য হলে বাড়ি থেকে দূর করে দিতে হবে।
২. জীবাণুনাশক স্প্রে ব্যবহার করতে হবে: বাড়ি থেকে পায়রার বাসা দূর করলেই হবে না। সেই এলাকায় জীবাণুনাশক পদার্থ স্প্রে করতে হবে এবং এলাকা জীবাণুমুক্ত রাখতে হবে।
Lifestyle :
৩. পায়রাকে খেতে দেওয়া একদম উচিত নয়: আপনি যদি পায়রাকে খেতে দেন, তাহলে পায়রা আরোই আপনার বাড়ি ছাড়তে চাইবে না। ঘুরেফিরে আপনার বাড়িতেই বাসা বানানোর জন্য চলে আসবে।
এখানে পড়ুন : বাড়িতে জবা ফুলের গাছ থাকলে কিসের ইঙ্গিত দেয়!
৪. পায়রা সাধারণত বাড়ির ভেন্টিলেটরে, ঘুলঘুলিতে বা কাঁচের জানালায় বাস করে। কাঁচের জানালার ব্যবহার প্রতিনিয়ত না হয়ে থাকলে সেটি বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে ঘুলঘুলি ও ভেন্টিলেটর বন্ধ করে দিতে হবে। এমনটা করলে পায়রা আর বাসা বাঁধবে না।
৫. খেলনা বা পুতুলের ব্যবহার: পায়রা কোনোভাবে বাড়িতে বাসা বেঁধে ফেললে, পায়রার বাসার কাছে পুতুল বা খেলনা ঝুলিয়ে দিতে হবে। এমনটা করলে পায়রা ভয় পেয়ে পালিয়ে যেতে পারে।
[Disclaimer: বাস্তুবিদদের মত অনুযায়ী এই প্রতিবেদনের রচনা করা হয়েছে। ব্যক্তিবিশেষে উল্লিখিত পদক্ষেপগুলো ভিন্ন ফল প্রদান করতে পারে।]