×

Lifestyle : বাড়িতে অ্যালোভেরা গাছ থাকা কীসের ইঙ্গিত দেয়!

অ্যালোভেরা গাছ সর্বদাই বাড়ির পরিস্কার জায়গায় লাগাতে হবে। নোংরা বা অপরিস্কার জায়গায় কোনোভাবেই অ্যালোভেরা গাছ লাগানো যাবে না।

Lifestyle :  যারা একটু আধটু ত্বকের যত্ন নেন, তাঁদের বাড়ির টবে বা বাগানে অ্যালোভেরা গাছ দেখতে পাওয়া যায়ই। কারণ অ্যালোভেরা রূপচর্চা করতে ও স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ত্বকের সমস্যা হোক বা খুশকির সমস্যা, একহাতে দুই সমস্যাই দূর করতে সাহায্য করে। অ্যালোভেরা ভিটামিন ‘এ’, ‘সি’ ও ‘ই’ সমৃদ্ধ হওয়ায় এটি স্বাস্থ্যের জন্যেও ভালো। আপনি কি জানেন? এই অ্যালোভেরা শুধুমাত্র রূপ চর্চা ও স্বাস্থ্য ভালো রাখতেই নয়, বাড়ির পরিবেশ নিয়ন্ত্রণ করার ব্যাপারেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তবে এই গাছটিকে সঠিক স্থানে রোপণ করতে হবে। এমনটা করলে তবেই বাড়ির শ্রীবৃদ্ধি ঘটবে, নইলে হিতের বিপরীত ঘটারও সম্ভাবনা থাকতে পারে। চলুন এই বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক।

Lifestyle

Lifestyle

■ বাড়িতে অ্যালোভেরা গাছ রোপণ সংক্রান্ত নিয়মাবলী:

১. অ্যালোভেরা গাছ সর্বদাই বাড়ির পরিস্কার জায়গায় লাগাতে হবে। নোংরা বা অপরিস্কার জায়গায় কোনোভাবেই অ্যালোভেরা গাছ লাগানো যাবে না। এমনটা করলে বিপদ ঘনিয়ে আসতে পারে পরিবারে।
২. অ্যালোভেরা গাছ যে খোলা আকাশের নিচেই লাগাতে হবে, এমন কোনো বাধ্য বাধকতা নেই। বাড়ির অন্দরেও লাগানো যেতে পারে। এমকটা করলে একদিকে বাড়ির অন্দরে অক্সিজেনের আনাগোনা থাকবে এবং অপরদিকে ঘর সাজানোর কাজও হয়ে যাবে। বাড়ির ভেতরে এক ধরণের পজেটিভ এনার্জি বজায় থাকবে।

Lifestyle :

Lifestyle
৩. বাড়ির প্রবেশদ্বারে অ্যালোভেরা গাছ রোপণ করলে বাড়িতে পজেটিভ এনার্জির আগমন ঘটবে।
৪. অ্যালোভেরা গাছ বাড়ির উত্তর-পূর্ব দিকে লাগাতে হবে। এই পদক্ষেপ আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

এখানে পড়ুন : বাড়ির এইদিকে অ্যালোভেরা গাছ লাগালেই কেল্লাফতে, দূর হবে অর্থনৈতিক সংকট

Lifestyle

■ অ্যালোভেরা গাছের যত্ন নেবেন কীভাবে?

১. অ্যালোভেরা গাছের বেশি যত্ন নেওয়ার প্রয়োজন নেই।
২. হালকা রোদযুক্ত স্থান বা বদ্ধ ঘরেও রাখা যায়।
৩. অ্যালোভেরা গাছ যে টবেতে থাকে, সেই টবের মাটি শুকিয়ে গেলে মাঝে মধ্যে জল দিতে হবে।
৪. খুব বেশি যত্ন না নিয়েও খুবই সুন্দরভাবে অ্যালোভেরা গাছ বেড়ে ওঠে।

[Disclaimer: এই প্রতিবেদনটি বাস্তুবিদদের মত অনুযায়ী রচনা করা হয়েছে। ব্যক্তি বিশেষ পদক্ষেপগুলি ভিন্ন ফল দিতে পারে।]

Related Articles