×

হুড়মুড়িয়ে কমল সোনার দাম, জানুন কলকাতায় আজ ১০ গ্ৰাম সোনার বাজারদর

সোনার দাম (Gold Price) আজ সপ্তাহের শেষ দিনে আবার‌ও বেশ খানিকটা কমে গিয়েছে

সোনার দাম (Gold Price) আজ সপ্তাহের শেষ দিনে আবার‌ও বেশ খানিকটা কমে গিয়েছ। সর্বাধিক চাহিদাসম্পন্ন এই ধাতুর দাম গত কয়েকদিনের উত্থানের পর আজ‌ হ্রাস পাওয়ায় সাধারণ মানুষজন ও ব্যবসায়ীমহলের চিন্তা কিছুটা হলেও লাঘব হয়েছে। কয়েক দিন আগেই রাজ্য জুড়ে বিয়ের মরশুম আবার শুরু হয়ে গিয়েছে।

তবে বর্তমান সময়ে সারা বছর জুড়েই অন্যকে উপহার দেওয়ার জন্য অথবা নিজস্ব ব্যবহারের জন্য সোনার গয়না বা অন্যান্য জিনিসপত্রের ব্যাপক চাহিদা থাকে। তাই আজ সোনার দামের এই পতন ক্রেতাদের মুখে হাসি ফুটিয়েছে।

 

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে আজ অর্থাৎ ৪ ফেব্রুয়ারি ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ৭৫০ টাকা কম হয়েছে। শনিবারের দাম হয়ে গিয়েছে ৫৮,৭৫০ টাকা।

পাশাপাশি, শনিবার কলকাতায় ২২ ক্যারাট গহনা সোনার ১০ গ্রামের দাম ৭০০ টাকা হ্রাস পেয়ে ৫৫,৭৫০ টাকায় দাঁড়িয়েছে। আজকের এই দাম রেকর্ড দামের (৫৬,২০০ টাকা) থেকে আবার‌ও ৪৫০ টাকা কম হয়ে গিয়েছে।

শনিবার ২২ ক্যারাট‌ হলমার্ক সোনার ১০ গ্রামের দাম‌ও ৭০০ টাকা কম হয়েছে। আজ ২২ ক্যারাট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৫৬,৬০০ টাকা।

সোনা ছাড়াও বর্তমানে রুপোর চাহিদাও বেড়ে গিয়েছে। রুপোর বিভিন্ন ডিজাইনের গয়না এখন রীতিমতো ফ্যাশনে পরিণত হয়েছে। আজ সোনার পাশাপাশি রুপোর দামের‌ও (Silver Price) এক ধাক্কায় পতন ঘটেছে।

শনিবার প্রতি কেজি রুপোর বাটের দাম ১,৩৫০ টাকা হ্রাস পেয়ে ৬৯,৯৫০ টাকায় পৌঁছে গিয়েছে।

প্রতি কেজি খুচরো রুপোর দাম‌ও আজ ১,৩৫০ টাকা কম হয়ে ৭০,০৫০ টাকায় অবস্থান করছে।

Related Articles