×

সুখবর, প্রবীণদের জন্য ৯% অবধি সুদ দিচ্ছে এই ব্যাংক

প্রতিটি ব্যাঙ্কেই বিভিন্ন ধরণের ফিক্সড ডিপোজিটের জন্য ভিন্ন ভিন্ন সুদের হার রয়েছে।

ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) অর্থাৎ স্থায়ী আমানত অর্থ সঞ্চয়ের এক বিশেষ উপায়। অবসর জীবন নিশ্চিন্তে কাটানোর জন্য‌ই সাধারণত এই পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে। ব্যাঙ্কে টাকা জমা রাখার এক নির্দিষ্ট সময় পরে প্রাপ্ত মোটা সুদ লাভের ফলে একসঙ্গে অর্থপ্রাপ্তি হয়। ভারতবর্ষের বিভিন্ন ব্যাঙ্কে নির্দিষ্ট অ্যামাউন্টের টাকার ওপর ফিক্সড ডিপোজিটের সুবিধা রয়েছে।

প্রতিটি ব্যাঙ্কেই বিভিন্ন ধরণের ফিক্সড ডিপোজিটের জন্য ভিন্ন ভিন্ন সুদের হার রয়েছে। সম্প্রতি একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে দেশের প্রবীণ নাগরিকদের জন্য নির্দিষ্ট কিছু ফিক্সড ডিপোজিটের ওপর সুদের হারে পরিবর্তন করা হয়েছে। নির্দিষ্ট শর্তাবলী প্রযোজ্য ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার‌ বাড়িয়ে দেওয়া হয়েছে। আজকের প্রতিবেদনে রইল এই সম্পর্কিত কিছু তথ্য:

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India): এই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকদের ৭.৭৫% হারে সুদ দেওয়া হচ্ছে। ৭৭৭ দিনের এফডি-র ক্ষেত্রে এই সুদ ২০২২ সালের ১লা নভেম্বর থেকে লাগু হয়েছে।

ডিবিএস ব্যাঙ্ক (DBS Bank): এই ব্যাঙ্কে প্রবীণ নাগরিকদের ৬০০ দিনের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৭.৭৫% হারে সুদ দেওয়ি হচ্ছে। তিন-চার বছর ও চার-পাঁচ বছরের পূর্ণ এফডি-তে প্রবীণ নাগরিকরা ৭% সুদ লাভ করবেন। ২০২২ সালের ১৮ নভেম্বর থেকে এই সুদের হার চালু হয়েছে।

ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Unity Small Finance Bank): এই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকরা ৯% হারে সুদ লাভ করবেন।

উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Ujjivan Small Finance Bank): এই ব্যাঙ্ক তাদের সিডনি আর সিটিসেন্ট গ্রাহকদের ফিক্সড ৮.৭৫% সুদ দেওয়া হচ্ছে।

এসবিএম ব্যাঙ্ক (SBM Bank): এই ব্যাঙ্কে ৩ বছর-১০ বছরের ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকেরা ৭.১% হারে সুদ লাভ করবেন। ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে এই সুদের হার চালু হয়েছে।

Related Articles