×

মাত্র ২০০ টাকা বিনিয়োগ করলেই পেয়ে যাবেন প্রতি মাসে ৫০,০০০ টাকার পেনসেন, আজই আবেদন করুন

সরকারি চাকরির তুলনায় বেসরকারি চাকরিজীবী ও ব্যবসার সংখ্যা এই দেশে বেশি।

আমাদের দেশ মূলত কৃষি নির্ভরশীল দেশ। সরকারি চাকরির তুলনায় বেসরকারি চাকরিজীবী ও ব্যবসার সংখ্যা এই দেশে বেশি। জাত সরকারি চাকরি করে থাকে তার অবসরকালে একটি নির্দিষ্ট টাকা পেনশন পান কিন্তু যারা বেসরকারি চাকরি বা ব্যবসা করে থাকেন বৃদ্ধ বয়সে তাদের পেনশনের কোনোরকম ব্যবস্থা নেই। তাই শুরু থেকেই তাদের টাকা সঞ্চয় করতে হয়। উপার্জনের টাকার কিছু অংশ কম বেশি সবাই সঞ্জয় করে থাকে। এই সঞ্চয়ের মূল উদ্দেশ্য হলো বৃদ্ধ বয়সে সুরক্ষা ও নিরাপত্তা পাওয়া।

ব্যবসা বা বেসরকারি চাকরিতে যাদের প্রতি মাসে অনেক টাকা উপার্জন হয় তাদের পক্ষে বেশ কিছু টাকা সঞ্জয় করে রাখা কোন ব্যাপার নয় কিন্তু আমাদের এই আমাদের ভারতবর্ষের মতো গরিবের দেশে যেখানে কৃষিক, হকার ইত্যাদি নানান জীবিকা মানুষ বসবাস করে থাকে তাদের জন্য জীবনের অবসর সময় কাটানোর জন্য যে টাকার প্রয়োজন হয় তা তাঁরা কর্মকালীন সময় সঞ্চয় করতে সক্ষম হন না।

এই ধরনের মানুষের কথা মাথায় রেখে সরকারের পক্ষ থেকে একটি প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের নাম ‘Atal Pension Yojna’। সমাজে পিছিয়ে পড়া নিম্ন শ্রেণীর মানুষ এই প্রকল্পের আওতায় অনেক রকম সুবিধা পেতে পারবে। জেনে নিন এই প্রকল্পের আওতায় থাকা সুবিধা গুলি কি কি।

‘Atal Pension Yojna’ প্রকল্পের নিয়মাবলী ও সুবিধা:-
১: এই প্রকল্পের আওতায় থাকা গ্রাহককে প্রতিদিন টাকা জমা দিতে হবে।
২: গ্রাহককে ৬০ বছর বয়স হওয়া পর্যন্ত নিয়মিত টাকা জমা দিতে হবে
৩: ৬০ বছর বয়সের পর থেকে এই প্রকল্পের আওতায় থাকা গ্রাহক প্রতি মাসে পেনশন পাবে।
৪: এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য গ্রাহক নমিনি করে রাখতে পারবেন।
৫: ৬০ বছর বয়সের আগে যদি গ্রাহক মারা যায় সেক্ষেত্রে গ্রাহকের নমিনিকে এই প্রকল্পে জমানো টাকা সুদসহ ফেরত দেওয়া হবে।
৬: যেকোনো ব্যাংক বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলা যাবে।
৭: এই প্রকল্পে গ্রাহক আয়কর ছাড়ের সুবিধা পাবেন।

Related Articles