×

সোনার দামে বড়সড় পরিবর্তন, এক ঝলকে দেখে নিন আজকের বাজার মূল্য

সোনার দাম (Gold Price) আজ সপ্তাহের প্রথম কর্মদিবসেও অপরিবর্তিত রয়ে গিয়েছে।

সোনার দাম (Gold Price) আজ সপ্তাহের প্রথম কর্মদিবসেও অপরিবর্তিত রয়ে গিয়েছে। রাজ্যে বিয়ের মরশুম যে আপাতত স্থগিত আছে তা কারোরই অজানা নয়। তবে বর্তমান সময়ে সারা বছরজুড়ে সোনার কেনা-বেচা অল্প অল্প করে চলতেই থাকে। ফলে সর্বাধিক চাহিদাসম্পন্ন এই ধাতুর দামের উত্থান-পতনের দিকে নিয়মিত নজর রাখেন সাধারণ মানুষ।

গত সপ্তাহের প্রায় সবদিন‌ই বারংবার দামের পরিবর্তন হয়েছে। গত সপ্তাহের শেষ কর্মদিবস অর্থাৎ শুক্রবার সোনার দাম বৃদ্ধি পেয়েছিল এবং তারপর আর কোনো বদল হয়নি। গত সপ্তাহের শেষ দিন অর্থাৎ শনিবার ও গতকাল ছুটির দিন অর্থাৎ রবিবারের পর আজ সপ্তাহের প্রথম কর্মদিবসেও দাম এক‌ই থেকে গিয়েছে।

২৪ ক্যারাট ও ২২ ক্যারাট সোনার কোনো বিভাগেই দামের কোনো হেরফের হয়নি। এক নজরে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে আজ অর্থাৎ ২০ মার্চ সোনার দাম কত রয়েছে।

সোমবার ২৪ ক্যারাট পাকা সোনার দাম রয়েছে ৫৮,৮৫০ টাকা।

আজ ২২ ক্যারাট গহনা সোনার ১০ গ্রামের দাম আছে ৫৫,৮৫০ টাকা। রেকর্ড দামের (৫৬,৪০০ টাকা) থেকে এই দাম মাত্র ৫৫০ টাকা কম রয়েছে।

পাশাপাশি, ২২ ক্যারাট হলমার্ক সোনার দাম আজ ৫৬,৭০০ টাকায় অবস্থান করছে।

বর্তমান সময়ে সোনার পাশাপাশি বাজারে রুপোর চাহিদাও অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে কলকাতা শহরে সোনার দাম অপরিবর্তিত থাকার পাশাপাশি আরেক চাহিদাসম্পন্ন ধাতু রুপোর দাম‌ও এক‌ই রয়েছে। গত সপ্তাহের শেষ দিন অর্থাৎ শনিবার রুপোর দাম হ্রাস পেয়েছিল ও তারপর থেকে কোনো বদল হয়নি।

সোমবার প্রতি কেজি রুপোর বাটের দাম আছে ৬৭,১৫০ টাকা।

আজ প্রতি কেজি খুচরো রুপোর দাম‌ ৬৭,২৫০ টাকায় অবস্থান করছে।

Related Articles