সোনার দামে বড়সড় পরিবর্তন, রেকর্ড দরের থেকে কমল ৬৫০ টাকা
সোনা ও রুপোর দামে বড়সড় পরিবর্তন, রেকর্ড দরের থেকে কমল ৬৫০ টাকা।

আজ এপ্রিল মাসের প্রথম দিনে সোনার দাম (Gold Price) অপরিবর্তিত রয়েছে। গত সপ্তাহে সোনার দামের প্রায় বেশিরভাগ দিনই বারংবার বদল হয়েছিল। গতকাল অর্থাৎ শুক্রবার সোনার দাম বৃদ্ধি পেয়েছিল ও আজ সপ্তাহের শেষ দিনে অর্থাৎ শনিবারে দামের কোনো বদল হয়নি। আজ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে সোনার দাম একই রয়ে গিয়েছে। ২২ ক্যারাট ও ২৪ ক্যারাট সোনার দাম গতকাল বেড়ে গিয়েছিল ও আজও দাম একই রয়েছে।
রাজ্যে বিয়ের মরশুম আপাতত বন্ধ থাকলেও বর্তমান সময়ে সারা বছর জুড়েই টুকটাক করে সোনার কেনা-বেচা চলতেই থাকে। বিশেষত নতুন বাংলা বছর উপলক্ষ্যে কাউকে উপহার হিসেবে দেওয়ার জন্য অথবা নিজস্ব শখ পূরণের জন্য সাধারণ মানুষদের অনেকেই বছরভর সোনা কেনার প্রতি আগ্রহী থাকেন। তাই আজ অর্থাৎ ১ এপ্রিল সোনার দামের কোনো বদল না হওয়ায় ক্রেতারা বেশ স্বস্তিলাভ করেছেন।
কলকাতায় শুক্রবার ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ২০০ টাকা বৃদ্ধি পেয়ে ৬০,১৫০ টাকায় পৌঁছে গিয়েছিল ও আজকেও তাই রয়েছে।
শনিবার ২৪ ক্যারাট সোনার পাশাপাশি ২২ ক্যারাট সোনার দামও একই রয়েছে। আজ ২২ ক্যারাট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৫৭,০৫০ টাকা। রেকর্ড দামের (৫৭,৭০০ টাকা) থেকে আজকের এই দাম মাত্র ৬৫০ টাকা কম রয়েছে।
পাশাপাশি, ২২ ক্যারাট হলমার্ক সোনার দামও আজ অপরিবর্তিত থেকে গিয়েছে। ছুটির দিনে ২২ ক্যারাট হলমার্ক সোনার দাম রয়েছে ৫৭,৯০০ টাকা।
এছাড়াও, সপ্তাহের শেষ দিনে সোনার পাশাপাশি আরেক চাহিদাসম্পন্ন ধাতু রুপোর দামেরও (Silver Price) কোনো পরিবর্তন হয়নি। শুক্রবার একধাক্কায় দামের উত্থানের পর আজও সেই একই দাম থেকে গিয়েছে।
আজ প্রতি কেজি রুপোর বাটের দাম রয়েছে ৭০,৯৫০ টাকা।
প্রতি কেজি খুচরো রুপোর দাম শনিবার ৭১,০৫০ টাকায় অবস্থান করছে।