×

সোনার দামে বড়সড় পতন, রেকর্ড দরের থেকে সস্তা ২,৮৫০ টাকা

এক ধাক্কায় অনেকটা কমল সোনা ও রুপোর দাম, জেনে নিন আজকের বাজার মূল্য

সোনার দাম (Gold Price) আজ মার্চ মাসের প্রথম দিনেই হ্রাস পেয়েছে। গত মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ কয়েকদিন থেকেই পরপর সর্বাধিক চাহিদাসম্পন্ন এই হলুদ ধাতুর দাম নিম্নমুখী হয়েছে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বছরের শেষ বিয়ের মরশুমের মধ্যে সোনার দাম কমতে থাকায় স্বাভাবিকভাবেই সাধারণ মানুষদের চিন্তা অনেকাংশে দূর হয়েছে। অপরদিকে, দাম হ্রাসের ফলে ব্যবসায় লাভ হবার আশায় ব্যবসায়ীমহল‌ও খুশি হয়েছেন।

মার্চ মাসের প্রথম দিনেই আবার‌ও সোনার দাম কমে যাওয়ায় সকলের মুখেই হাসি ফুটেছে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরের বুকে আজ অর্থাৎ ১ মার্চ ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হ্রাস পেয়েছে ১০০ টাকা, বুধবারের দাম রয়েছে ৫৬,২৫০ টাকা।

আজ ২২ ক্যারাট গহনা সোনার ১০ গ্রামের দাম ১০০ টাকা কমে হয়েছে ৫৩,৩৫০ টাকা। রেকর্ড দামের (৫৬,২০০ টাকা) থেকে আজকের এই দাম ২,৮৫০ টাকা কম রয়েছে।

সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ২২ ক্যারাট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম‌ও ১০০ টাকা কমেছে, আজকের দাম ৫৪,১৫০ টাকা।

এছাড়াও, বুধবার সোনার দামের পাশাপাশি আরেক চাহিদাসম্পন্ন ধাতু রুপোর দামের‌ও পতন ঘটেছে। উল্লেখ্য গত কয়েকদিন ধরে রুপোর‌ও দাম‌ও লাগাতার হ্রাস পেয়েছে।

বুধবার প্রতি কেজি রুপোর বাটের দাম কমেছে ৬০০টাকা, আজকের দাম রয়েছে ৬৩,৮০০ টাকা।

আজ প্রতি কেজি খুচরো রুপোর দাম‌ও ৬০০ টাকা হ্রাস পেয়েছে, আজকের এই দাম ৬৩,৯০০ টাকায় অবস্থান করছে। সোনা ও রুপোর দামের (Gold and Silver Price) ক্রমান্বয়ে এই পতন সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের স্বস্তিপ্রদান করেছে।

Related Articles