×

সোনার দামে বড়সড় পরিবর্তন, রেকর্ড দরের থেকে কমল ২,১০০ টাকা, রইল বিস্তারিত

এক ধাক্কায় অনেকটা কমল সোনা ও রুপোর দাম, রেকর্ড দরের থেকে কমল ২,১০০ টাকা।

সোনার দাম (Gold Price) গতকাল অর্থাৎ শুক্রবারের পতনের পর আজ সপ্তাহের শেষ দিনে‌ আবার‌ও বৃদ্ধি পেয়েছে। আর কয়েকদিন পরেই রাজ্যে আবার‌ও বিয়ের মরশুম শুরু হয়ে যেতে চলেছে। কেনাকাটার এই শেষ সময়ে বাজারে সোনার চাহিদা যে তুঙ্গে ওঠে তা কারোরই অজানা নয়।

অন্যকে উপহার দেওয়ার জন্য অথবা নিজস্ব ব্যবহারের জন্য এই সময়ে সোনার গয়না কেনার প্রবণতা অনেকাংশে বৃদ্ধি পায়। সেক্ষেত্রে দামের বৃদ্ধি যেমন ক্রেতাদের অসুবিধেয় ফেলবে, তেমন‌ই ব্যবসায়ীদের‌ও সমস্যায় পড়তে হবে। দামের এই ক্রমাগত উর্ধ্বগামিতা তাই সকলের কপালেই চিন্তার ভাঁজ ফেলেছে।

এক নজরে দেখে নেওয়া যাক আজ সপ্তাহের শেষ দিনে অর্থাৎ ১৪ জানুয়ারি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে সোনার দাম কত রয়েছে:

শনিবার ২৪ ক্যারাট পাকা সোনার ১০ গ্রামের দাম ৩০০ টাকা বেড়েছে, আজকের দাম হয়েছে ৫৭,০০০ টাকা।

২৪ ক্যারাট ছাড়া আজ ২২ ক্যারাট সোনার দাম‌ও আবার বৃদ্ধি পেয়েছে। ২২ ক‌্যারাট গহনা সোনার দাম শনিবার ৩০০ টাকা বেড়ে ৫৪,১০০ টাকায় দাঁড়িয়েছে। রেকর্ড দামের (৫৬,২০০ টাকা) থেকে আজকের এই দাম মাত্র ২,১০০ টাকা কম রয়েছে।

পাশাপাশি, ২২ ক্যারাট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম‌ও আজকে ৩০০ টাকা বৃদ্ধি পেয়েছে, আজকের দাম ৫৪,৯০০ টাকায় পৌঁছে গিয়েছে।

বর্তমান সময়ে সোনার পাশাপাশি রুপোর চাহিদাও সমানতালে বেড়ে চলেছে, রুপোর বিভিন্ন ডিজাইনের গয়না পরা এখন রীতিমতো ফ্যাশন। তাই এই ধাতুর দামের ওপরেও নজর রেখে চলেন ক্রেতা ও বিক্রেতামহল। কলকাতায় শনিবার সোনা ছাড়াও আরেক চাহিদাসম্পন্ন ধাতু রুপোর দামের‌ও (Silver Price) উত্থান ঘটেছে।

প্রতি কেজি রুপোর বাটের দাম শনিবার ১০০ টাকা বেড়ে ৬৮,৫০০ টাকা হয়ে গিয়েছে।

প্রতি কেজি খুচরো রুপোর দাম‌ও আজ ১০০ টাকা বৃদ্ধি পেয়ে ৬৮,৬০০ টাকায় অবস্থান করছে।

Related Articles