স্বর্নের ভরিতে বড়সড় পরিবর্তন, রেকর্ড দরের থেকে কমল প্রায় ১৭০০ টাকা
এক ধাক্কায় অনেকটা কমল সোনা ও রুপোর দাম।

সোনার দাম (Gold Price) আজ অপরিবর্তিত রয়েছে। গতকাল অর্থাৎ মঙ্গলবার সোনার দাম বাড়ার পরে চলতি সপ্তাহের তৃতীয় কর্মদিবসে সোনার দাম একই থাকায় সাধারণ মানুষদের চিন্তা কিছুটা কম হয়েছে। চলতি সময়ে অর্থাৎ বিয়ের মরশুম আবার শুরু হওয়াতে যে সারা রাজ্যজুড়ে জোরকদমে কেনাকাটা চলছে এই কথা কারোরই অজানা নয়।
অন্যকে উপহার দেওয়ার জন্য অথবা নিজস্ব ব্যবহারের জন্য এই সময়ে সোনার গয়না বা সোনার তৈরি বিভিন্ন জিনিসপত্র কেনার প্রবণতা অনেকাংশে বৃদ্ধি পেয়ে থাকে। গতকাল সোনার দামের (Gold Price) পুনরায় বৃদ্ধি কেনা-বেচার ওপরে আবার প্রভাব ফেলতে শুরু করেছে। আজ সপ্তাহের তৃতীয় কর্মদিবস অর্থাৎ বুধবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে সোনার দাম একই থেকে গিয়েছে।
সকাল ৭টার সময় প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ ২৪ ক্যারাট পাকা সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৫৭,৫০০ টাকা।
২২ ক্যারাট সোনার দামেরও (Gold Price) আজ বদল হয়নি। ২২ ক্যারাট গহনা সোনার ১০ গ্রামের দাম আছে ৫৪,৫৫০ টাকা। রেকর্ড দামের (৫৬,২০০ টাকা) থেকে আজকের এই দাম মাত্র ১,৬৫০ টাকা কম রয়েছে।
বুধবার ২২ ক্যারাট হলমার্ক সোনার দামও এক আছে। গতকাল ২২ ক্যারাট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ৫০ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছিল ৫৫,৩৫০ টাকা ও আজকেও এই দামেই অবস্থান করছে।
বর্তমান সময়ে যে সোনার পাশাপাশি রুপোর চাহিদাও পাল্লা দিয়ে বেড়ে গিয়েছে তা কারোরই অজানা নয়। কলকাতায় আজ সোনার দাম অপরিবর্তিত থাকলেও আরেক চাহিদাসম্পন্ন ধাতু রুপোর দামের (Silver Price) পতন ঘটেছে।
আজ অর্থাৎ ১৮ জানুয়ারি প্রতি কেজি রুপোর বাটের দাম ২০০ টাকা হ্রাস পেয়ে ৬৯,২০০ টাকায় পৌঁছে গিয়েছে।
বুধবার প্রতি কেজি খুচরো রুপোর দামও ২০০ টাকা কম হয়েছে, আজকের দাম রয়েছে ৬৯,৩০০ টাকা।