সোনার দামে বড়সড় পতন, রেকর্ড দরের থেকে কমল ২,৭৫০ টাকা
এক ধাক্কায় অনেকটা কমল সোনা ও রুপোর দাম, জেনে নিন আজকের বাজার মূল্য।

মঙ্গলবার সোনার দাম (Gold Price) আবারও খানিকটা কমে গিয়েছে! ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের চিন্তা কিছুটা হলেও কমেছে। বর্তমানে আমাদের রাজ্যে বিয়ের মরশুম চলছে, আর বিশেষ এই সময়ে উপহার দেওয়ার জন্য বা নিজস্ব ব্যবহারের জন্য সোনার গয়না বা সোনা দিয়ে তৈরি বিভিন্ন জিনিসপত্র কেনা-বেচার হার বৃদ্ধিলাভ করে।
এর মধ্যেই গত সপ্তাহের প্রায় সবদিন জুড়েই সোনার দামের বারংবার উত্থান-পতন ঘটেছে। তাই গতকাল দাম অপরিবর্তিত থাকার পর আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে সোনার দামের এই পতন সকলের জন্য এক ঝলক খুশি নিয়ে এসেছে। এক নজরে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আজ সোনার দাম কমে আজ কততে দাঁড়িয়েছে দেখে নেওয়া যাক।
কলকাতায় আজ অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি ২৪ ক্যারাট পাকা সোনার ১০ গ্রামের দাম আজ ১৫০ টাকা কমেছে, আজকের দাম রয়েছে ৫৬,৩৫০ টাকা।
মঙ্গলবার ২২ ক্যারাট গহনা সোনার দাম ১৫০ টাকা হ্রাস পেয়ে ৫৩,৪৫০ টাকায় দাঁড়িয়েছে। আজকের এই দাম রেকর্ড দামের (৫৬,২০০ টাকা) তুলনায় ২,৭৫০ টাকা কম আছে।
আজ ২২ ক্যারাট হলমার্ক সোনার ১০ গ্রামের দামও ১৫০ টাকা কম হয়েছে, আজকের দাম ৫৪,২৫০ টাকায় অবস্থান করছে।
সোনার পাশাপাশি এখন রুপোর গয়নার চাহিদাও অনেক বেড়ে গিয়েছে এবং চাহিদাসম্পন্ন এই ধাতুর দামেরও ক্রমাগত হ্রাস-বৃদ্ধি হয়েছে। মঙ্গলবার কলকাতা শহরে সোনার দাম হ্রাস পাওয়ার পাশাপাশি রুপোর দামেরও (Silver Price) হ্রাস পেয়েছে।
প্রতি কেজি রুপোর বাটের দাম মঙ্গলবার ৫০০ টাকা কম হয়েছে, আজকের দাম রয়েছে ৬৩,৮০০ টাকা।
প্রতি কেজি খুচরো রুপোর দামও আজ ৫০০ টাকা বৃদ্ধি পেয়ে ৬৩,৯০০ টাকায় পৌঁছে গিয়েছে।